মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১০:৫৯

করোনা ভাইরাস ছড়াচ্ছেন শ্রাবন্তীর স্বামী! (ভিডিওসহ)

করোনা ভাইরাস ছড়াচ্ছেন শ্রাবন্তীর স্বামী! (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক : স্বামী রোশন সিংয়ের অ'দ্ভূ'ত একটি ভিডিও শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ভিডিওটা দেখলে যে কেউ শি'উরে উঠবেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুখের মধ্যে আ'স্ত একটা কুকুর ছানার গোটা মুখের ভেতর ঢু'কিয়ে নিচ্ছেন রোশন।

শুক্রবার ভিডিওটি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন– 'এমনটি শুধু তুমিই পার।' শ্রাবন্তীর ভেরিফায়েড ইনস্টাগ্রামে ভিডিওটি পাস্ট করার পরই তা ভাই'রাল হয়ে যায়। তবে রোশনের এমন কা'ণ্ডকে নোং'রা বলে সমালো'চনা করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, এমনি তো আর করোনা ভাই'রাস হচ্ছে না, আপনার স্বামীই করোনা ভাইরাস ছড়া'চ্ছেন! 

কৌশিক নামের একজন লিখেছেন, ''বুড়ো বয়সে যত্তসব ন্যা'কা'মি।'' অনেকেই রোশনের রু'চি নিয়েও প্রশ্ন তুলেছেন। মাঝে মধ্যেই বিভিন্ন জন ব্যক্তিগত ছবি ও ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন এই অভিনেত্রী। কখনও রোশনের সঙ্গে কোনো মু'হূ'র্ত, কখনও আবার ছেলে ঝিনুকের সঙ্গে কোনো ছবি। কখনও আবার মায়ের কাছে আদুরে মেয়ে হিসেবে নিজের কোনো ছবি পোস্ট করেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে