বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০৬:১০

দ্বিতীয় বিয়ে করায় অক'থ্য ভাষায় আ'ক্র'মণ অভিনেত্রীকে

দ্বিতীয় বিয়ে করায় অক'থ্য ভাষায় আ'ক্র'মণ অভিনেত্রীকে

বিনোদন ডেস্ক : কোনো মানুষের দ্বিতীয় বিয়ে করাটা এখনো সমাজ অনেকটা আড় চোখেই দেখে। এবার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে পড়ে তো'পের মুখে পড়লেন এক অভিনেত্রী। প্রথম ঘরের সন্তান থাকার পরেও আবারও কেন বিয়ে করছেন? এমন প্রশ্ন উঠেছে তাকে ঘিরে। এমন ঘটনা ঘটেছে ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী কাম্য পাঞ্জাবির সঙ্গে। 

১০ ফেব্রুয়ারি দিল্লির চিকিৎসক সলভ ডংকে বিয়ে করেন বাঁধেন বিগ বসের সাবেক প্রতিযোগী কাম্য পাঞ্জাবি। টানা কয়েক বছর চুটিয়ে প্রেম করে অবশেষে এক ছাদের নিচে বসবাস করার সিদ্ধান্ত নেন তারা। আর বিয়ের পরেই নানা গু'ঞ্জ'ন শুরু হয় তাকে নিয়ে। দ্বিতীয় বিয়ে করায় অভিনেত্রীকে অক'থ্য ভাষায় আ'ক্র'মণ করা হয়। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নানা রকম ক'টা'ক্ষে শি'কার হয়েছে কাম্য। 

প্রথম পক্ষের বিয়ের পর তার সন্তান আছে। এরপরও কেন তিনি বিয়ের পিঁড়িতে বসলেন বলে প্রশ্ন তোলা হয়। নে'টিজে'নদের একাংশের প্রশ্নের মুখে ক'ড়া জবাব দেন অভিনেত্রীর প্রিয় বন্ধু কবিতা কৌশিক। তিনি বলেন, ''বিয়ে মানেই শুধু সন্তানের জন্ম দেওয়া নয়। বিয়ের মানে একজন জীবনসঙ্গী পাওয়া, বন্ধুর হাত ধরা। আত্মার সঙ্গে অন্য কারও আত্মার মিল হলে, তবেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে