সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:০১:০৭

তাহসানের মত হ্যান্ডসাম হতে সার্জারি করাবেন সৃজিত!

তাহসানের মত হ্যান্ডসাম হতে সার্জারি করাবেন সৃজিত!

বিনোদন ডেস্ক : বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাকে বিয়ে করেছেন ওপার বাংলার নামী পরিচালক সৃজিত মুখার্জি, এই খবর খুব বেশি দিনের নয়। তাদের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেলেও তাদের নিয়ে গুঞ্জন-আলোচনা-সমালোচনা এখনো থামেনি।

এদিকে বয়স ৪৫ ছুঁই ছুঁই এই পরিচালক দিন দিন যেন একটু বেশিই রোমান্টিক হয়ে যাচ্ছেন। মিথিলার চোখে হ্যান্ডসাম দেখাতে এবার বোটক্স ও সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন ‘অটোগ্রাফ’ ছবির পরিচালক সৃজিত মুখার্জি। সার্জারি করেই বোঝাতে চান, মিথিলাকে তিনি কতটা ভালোবাসেন।

তবে সত্যি সত্যি এমন সিদ্ধান্ত নেননি পরিচালক। বাংলাদেশি এক নেটিজেনের কমেন্টের রিপলে দিতে গিয়ে বোটক্স ও সার্জারি করানোর প্রসঙ্গ তোলেন তিনি।

ঘটনা হচ্ছে, সম্প্রতি সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হওয়া নিয়ে ইনস্টাগ্রামে একটি বিরূপ মন্তব্য করেন বসেন মো. আলিম নামে এক বাংলাদেশি নেটিজেন। তিনি তার পোস্টে লিখেন, ‘তাহসানের মতো হ্যান্ডসাম বয়কে ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরেছেন মিথিলা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে