মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:০৭:২১

উত্তম কুমারের পরই সেরা অভিনেতা তাপস পাল : বলতেই কেঁদে উঠলেন রচনা ব্যানার্জী

উত্তম কুমারের পরই সেরা অভিনেতা তাপস পাল : বলতেই কেঁদে উঠলেন রচনা ব্যানার্জী

বিনোদন ডেস্ক : কেঁদে ফেললেন অভিনেতা তাপস পালের 'দুরন্ত প্রেম'-এর নায়িকা রচনা ব্যানার্জী। প্রথম কয়েক মিনিট কিছুই বলতে পারলেন না তিনি। একটু সামলে বললেন, ''এর থেকে খা'রাপ খবর আর কিছু হতে পারে না। সেই ১৯৯৪ সাল থেকে যোগাযোগ। আমার প্রথম ছবির হিরো। সেখান থেকে শুরু। আমি এখনও ভাবতে পারছি না।''

আসলে অসু'স্থ হওয়ার পর খুব ভাল যোগাযোগ ছিল না বলে জানিয়ে রচনা বললেন, ''থেকে থেকেই বলত বাড়ি আয়। আমি নন্দিনীদি, লাবণী সরকার, অভিষেক চট্টোপাধ্যায় আমরা একটা পরিবারের মতো ছিলাম। একসঙ্গে কত গল্প কত দিন-রাত কাটিয়েছে। সেগুলোই সবচেয়ে বেশি মনে পড়ছে। ভীষণ পুরনো মানুষদের দেখতে চাইত শেষের দিকে। পুরনো কথা বলত। যাব যাব করে যাওয়া হলো না বলে আরও খারাপ লাগছে আজ।''

বার বার ফিরে যাচ্ছিলেন পুরনো দিনের কথায়। প্রথম দিনের ফ্লোর থেকে শুরু করে কর্মজীবনের নানা ঘটনার সাক্ষী, সহযোগী তাপস পালের কথাই মনে পড়ছে তার। রচনার মনে হয়, ''উত্তমকুমারের পর বাংলা ছবিতে অন্যতম সেরা অভিনেতা তাপসদা। প্রসেনজিৎ নিজেই বলে তাপস পাল অনবদ্য অভিনেতা।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে