বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২২:৪৪

তাপস পালকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

তাপস পালকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেতা তাপস পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। মঙ্গলবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে মুম্বাইয়ে হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হয়ে শেষ নিঃ'শ্বা'স ত্যা'গ করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তাপস পালের মৃ'ত্যুতে শো'কস্ত'ব্ধ পশ্চিমবঙ্গের শিল্পীমহল। শুধু পশ্চিমবঙ্গই নয়, তাপস পালের মৃ'ত্যুর খবরে শো'ক জানিয়েছেন অনেক বাংলাদেশি অভিনেতারাও। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভারতীয় এই অভিনেতাকে স্মরণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য চঞ্চল চৌধুরীর সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

''আমি যখন হাইস্কুলে পড়ি, কলেজে পড়ি। সেই সময় বাংলা সিনেমায়, ওপার বাংলার জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তাপস পাল, প্রসেনজিৎ (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর চিরঞ্জিত (চিরঞ্জিত চক্রবর্তী)। তারা কতটা জনপ্রিয় অভিনেতা ছিলেন, আমরা সেই প্রজন্মের দর্শক হিসেবে কালের সাক্ষী। 'মনের মানুষ' সিনেমার শুটিংয়ের সময় প্রসেনজিৎ দার (বুম্বা দা) সঙ্গে এ নিয়ে প্রায়ই গল্প-আড্ডা হতো।

গত বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড নিতে গিয়ে দেখা হয়েছিল চিরঞ্জিত দার সঙ্গেও। শুধুই যখন দর্শক ছিলাম, কখনও ভাবিনি ওনাদের সঙ্গে দেখা হবে। তাপস দার সঙ্গে কখনও দেখা হয়নি। একবার কলকাতার একটা সিনেমায় তাপস পালের সঙ্গে আমার অভিনয় করার কথা হয়েছিল। যে কোনো কারণে কাজটি করা হয়নি।

আজ যখন তার চির বিদায়ের কথা জানলাম, বারবার সেই অতীতে ফিরে যাচ্ছি। বারবার কানে বাজছে, 'এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম…।' বিনম্র শ্রদ্ধা হে গুণী অভিনেতা, তাপস পাল।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে