বিনোদন ডেস্ক : শেষযাত্রায় সাহেব। রাতভর বাড়িতে শায়িত থাকার পর এদিন সকালে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় তাপস পালের ম'রদে'হ। শেষযাত্রায় কা'ন্নায় ভে'ঙে পড়লেন নায়িকা ঋতুপর্ণা-রচনা।
মঙ্গলবার ভোরে মুম্বইয়ের হাসপাতালে হৃদরো'গে আ'ক্রা'ন্ত হয়ে প্রয়াত হন অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পাল। রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় দে'হ। সেখান থেকে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয় দে'হ।
এদিন সকালে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে যাওয়ার কথা না থাকলেও, পরে শিল্পীদের অনুরোধে সেখানে ১০ মিনিটের জন্য নিয়ে যাওয়া হয় সাহেবের নশ্বর দে'হ। তারপর সেখান থেকে দে'হ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। বেলা ১টা পর্যন্ত সবার শ্রদ্ধাজ্ঞপানের জন্য রবীন্দ্র সদনেই শায়িত থাকবে দে'হ।
কাল কলকাতা বিমানবন্দরে দে'হ পৌঁছনোর পর থেকেই তাপস পালের শেষযাত্রার সমস্ত তদারকির দায়িত্বে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অভিনেতা শেষযাত্রায় অংশ নিতে রবীন্দ্রসদনে উপস্থিত আছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, ভরত কল, শঙ্কর চক্রবর্তী।
তাপস পালের আক'স্মি'ক প্রয়া'ণে শোকস্ত'ব্ধ টলি পাড়া। এদিন সকালে তাপস পালের গল্ফগ্রিনের বাড়ি থেকে 'দাদা' তাপসকে হারিয়ে কাঁ'দতে কাঁ'দতে বেরন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শোকবিহ্বল ঋতুপর্ণা বলেন, "কী বলব বলো, আমার কিছু বলার নেই। আমি বলে উঠতে পারব না। একটা শোনার মানুষ চলে গেল। অনেক ক্ষ'তি হয়ে গেল।" রবীন্দ্রসদনে তাপস পালের ম'রদে'হের সামনে কা'ন্নায় ভে'ঙে পড়েন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও।