বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:০৪:৩৪

কমল হাসানের শু'টিংয়ে ভ'য়াব'হ দু'র্ঘট'না; নি'হ'ত ৩

কমল হাসানের শু'টিংয়ে ভ'য়াব'হ দু'র্ঘট'না; নি'হ'ত ৩

বিনোদন ডেস্ক: মে'গা বা'জেটের ছবি 'ইন্ডিয়ান ২' এর সে'টে ভ'য়াব'হ দু'র্ঘট'নায় কমপ'ক্ষে ৩ জনের মৃ'ত্যু হয়েছে। বুধবার রাতে এ দু'র্ঘট'না ঘ'টে। এই ছবির নি'র্দে'শক শংকর নিজেও গু'রু'তর আহ'ত হয়েছেন। পরিচালক ছা'ড়াও শু'টিং ফ্লো'রের আরও ১০ কর্মী আ'হ'ত হয়েছেন। শংকরের এই ছবিতে গু'রু'ত্বপূর্ণ চরি'ত্রে রয়েছেন অভিনেতা কমল হাসান।

তামিল এক টিভি চ্যা'নেলের খবরে এ কথা জানানো হয়েছে। ছবির শু'টিং চলার সময় বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উঁ'চু ক্রে'নের উ'পরে থাকা লা'ইটের সে'টআ'প হু'ড়মু'ড়িয়ে ভে'ঙে পড়ে। তাতে চা'পা প'ড়েই শুটিং স্প'টে থাকা একা'ধিক জন আ'হ'ত হন। এর মধ্যে তিনজনের মৃ'ত্যু হয়েছে।হাসপাতাল সূ'ত্রে এ ত'থ্য নি'শ্চি'ত করা হয়েছে।

নি'হ'তদের মধ্যে রয়েছেন ছবির নি'র্দে'শক শংকরের দুই সহকারীও। তবে, অ'ল্পের জন্য এ যা'ত্রা'য় র'ক্ষা পেয়েছেন শংকর। ইভিপি ফিল্ম সিটিতে এই ছবিটির দৃ'শ্যগ্রহ'ণ চ'লছিল। শু'টিংয়ের সময় কমল হাসানও সেখানে ছিলেন। তিনিই তত্‍‌'পর হয়ে আ'হ'তদের হাসপা'তালে নিয়ে যাওয়ার ব্য'ব'স্থা করেন। হাসপা'তালে ১০ জনকে ভ'র্তি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে