বিনোদন ডেস্ক : ঢাকার উত্তরায় নয়তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মা'রা গেছেন অভিনেতা ইন্তেখাব দিনারের গৃহকর্মী। তানজিন আক্তার নামে ১৫ বছরের মেয়েটির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। ছয় মাস ধরে তিনি উত্তরা ৭ নম্বর সেক্টরের চার নম্বর সড়কের ওই ভবনে ইন্তেখাব দিনারের বাসায় কাজ করছিলেন।
প্রত্য'ক্ষদ'র্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, তানজিন ৯ তলা ভবনটির ছাদ থেকে লাফিয়ে আ'ত্মহ'ত্যা করেছে। তবে, কি কারনে তিনি আ'ত্মহ'ত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, তানজিন সুনামগঞ্জ জেলার শালনা থানার আবদুল হাকিমের মেয়ে। উত্তরার ওই ভবনের ৮ তলায় এবি নম্বর ফাটে অভিনয় শিল্পি তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত বলেন, আজ বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা একটি কিশোরীর চিৎ'কার শুনে র'ক্তা'ক্ত লা'শটি দেখতে পায়। পরে পুলিশ লা'শটি উ'দ্ধা'র করে ময়'নাত'দ'ন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ম'র্গে পাঠায়। মৃ'ত কিশোরীটি তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
এসআই বলেন, সচারাচর তাকে ছাদে যেতে দেয়া হতো না। এমনকি ওই ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু গতকাল বেলা পৌনে ১২টার দিকে ওই কিশোরী ছাদে গিয়ে লা'ফ দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে, ওই তরুণীকে লা'ফ দিতে দেখে ওই ভবনের পাশের ছাদে থাকা দুইজন নি'ষে'ধও করেন। কিন্তু ওই কিশোরী কারো কথাই শোনেননি।
এক প্রশ্নের উত্তরে এসআই বলেন, কি কারনে তানজিন আ'ত্মহ'ত্যা করেছে তা ত'দ'ন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই বাসার সবাই তানজিনকে আদর করতেন। নিয়মিত নতুন জামা-কাপড়ও কিনে দিতো। প্রসঙ্গত, বিজরী বরকতুল্লাহ একজন খ্যাতিম্যান অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল। ২০১৩ সালে অভিনেতা ইন্তেখাব দিনারকে বিয়ে করেন তিনি।