শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪৫:৫৮

এমনকি আমি এক ভী'ষণ বি'ষ'ন্নতায় ডুবে আছি : জ্যোতিকা জ্যোতি

এমনকি আমি এক ভী'ষণ বি'ষ'ন্নতায় ডুবে আছি : জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি : যে কোন নিউজের শুধু শিরোনাম দেখেই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। পুরো নিউজ পড়ার অনুরোধ থাকলো সবার প্রতি। খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর ওপর যে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন সেখানে বেগম মুজিব (শেখ ফজিলাতুন্নেসা রানু) চরিত্রে আমি অভিনয় করছি, শিরোনামে যে নিউজটি হয়েছে সেটা পুরোটা পড়লে সবাই বুঝতে পারবেন বিষয়টা পুরোপুরি চূড়ান্ত হয়নি। 

আরেকটু অপেক্ষা করতে হবে। আমি আমার অবস্থানটুকু আংশিক শেয়ার করছি আপনাদের জন্য। ১০ তারিখে শ্যাম বেনেগাল আমার সাথে কথা বলেছেন, রানু হিসেবে পছন্দ করেছেন এবং 'গুড লাক' বলেছেন। উনার কাস্টিং ডিরেক্টরও আামাকে দারুণভাবে পছন্দ করেছেন। ব্যাস, সবকিছুই মৌখিকভাবে, কোন চুক্তি হয়নি। অফিসিয়ালি এখনো কাউকেই কিছু জানানো হয়নি।

তবে এটা জানার পর একের পর এক ফোন, মেসেজ, ফেসবুক, ইনবক্সে, এবং বিভিন্ন মিডিয়ায় সবাই যে সমর্থন, শুভেচ্ছা, ভালোবাসায় আমাকে ভাসাচ্ছেন আমি মনে করি এটা আমার অনেক বড় পাওয়া, সত্যি আমি এতটা আশা করিনি। আপনাদের সকলের প্রতি আমার করজোড়ে শ্রদ্ধা। বঙ্গমাতা চরিত্রে আমার প্রতি আপনাদের এই সমর্থন আজীবন আমার মনে থাকবে।

তবে আমি আপনাদের এই সমর্থন, ভালোবাসার প্রতি উত্তর দিতে পারছি না চুক্তি না হওয়া পর্যন্ত। এমনকি আমি এক ভী'ষণ বি'ষ'ন্নতায় ডুবে আছি। সৌভাগ্য বরাবরই আমার থেকে দূরে থাকে। কখন কি হয় কে বলতে পারে? কেউ কি ক'ল্প'নাও করতে পেরেছিল বঙ্গবন্ধুকে আমরা হা'রাবো তার সবথেকে কাছের মানু'ষরূ'পী শয়তান খন্দকার মোশতাকের ষ'ড়য'ন্ত্রে? মোশতাকরা যুগে যুগেই থাকে...

দুঃখিত, আমি এখনই আনন্দিত হতে পারছি না। আপনারা আমাকে আপনাদের শুভকামনায় রাখবেন। সময় সব বলে দেবে।ধন্যবাদ। (অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে