শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৩২:১৬

'এক নাবালিকাকেও অন্তঃসত্ত্বা করে দিয়েছিল': প্রেমিক সম্পর্কে বিস্ফো'রক অভিনেত্রী

'এক নাবালিকাকেও অন্তঃসত্ত্বা করে দিয়েছিল': প্রেমিক সম্পর্কে বিস্ফো'রক অভিনেত্রী

বিনোদন ডেস্ক : প্রেম দিবসের ঠিক আগেই প্রেমটা ভে'ঙে গিয়েছে বলিউড অভিনেত্রী সানা খানের। আর এর পর থেকেই সাবেক সম্পর্কে একের পর এক বি'স্ফো'রক মন্তব্য করে যাচ্ছেন তিনি। কিছু দিন আগেই সানা বলেছিলেন, সম্পর্কে থাকাকালীন একের পর এক শারী'রিক সম্পর্কে জড়িয়েছেন সাবেক প্রেমিক ডান্স কোরিয়োগ্রাফার মেলভিন।

এ বার ইনস্টাগ্রাম স্টোরিতে মেলভিন সম্পর্কে আবারও বো'মা ফা'টালেন 'জয় হো' ছবির অভিনেত্রী। সানা লেখেন, ''এক নাবালিকাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছিল মেলভিন। মেয়েদের কাছ থেকে পয়সা নিত। শুধু তাই নয়, নিজের ছাত্রীদের সঙ্গেও ফ্লার্ট করত সে।'' ইনস্টা লাইভ করতে গিয়েও কা'ন্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি বলেন, ''আমি বাসাতেই আছি। কারণ প্রতিটি সিনেমার কাজ শেষ করার পর পরবর্তী কাজ নিয়ে নিজেকে সময় দেই, প্রস্তুত করি। এসময় আমাকে অনেকে পায় না। আর না পেলেই অনেকে অনেক কিছু ভাবে। দেশে নাকি বিদেশে, এটা সেটা! কিছুদিন আগেও এরকম ''উ'ধাও'' বলেছিল অনেকে। আমি বলেছিলাম নতুন ছবির প্রস্তুতি নিচ্ছি। এরপর বীর এবং ক্যাসিনো নামের দুইটি নতুন ছবির শুটিং শেষ করেছি।

মেলভিনের মাও নাকি সব জেনেশুনে চু'প করেছিলেন, এমনটাও অ'ভিযো'গ সানার। সানার বক্তব্য, ''আমি যখন ওর মাকে সবটা জানাই, মেলভিনের মা আমায় ডেকে বলে, 'বেটা অ্যায়সা তো হোতা হি হ্যয়।' গত বছর প্রেম দিবসে নিজেদের সম্পর্কের কথা অফিসিয়ালি স্বী'কার করে নিয়েছিলেন সানা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মাখোমাখো পোস্ট, কিন্তু হঠাৎই তাদের ব্রে'কআপ, সোশ্যাল মিডিয়ায় কাদা ছো'ড়াছু'ড়িতে বি'স্মি'ত ফ্যানেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে