শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৪০:৫৩

‘তোমার মা-বাবা ও বোনের কর্মকা'ণ্ড ফাঁ'স করে দেব’

‘তোমার মা-বাবা ও বোনের কর্মকা'ণ্ড ফাঁ'স করে দেব’

বিনোদন ডেস্ক: ২০১৮ সালে বিচ্ছে'দ হয়ে গেলেও সেই বিচ্ছে'দ কা'টিয়ে তখনও উ'ঠতে পারেননি নেহা কক্কর। অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্প'র্কে জ'ড়ানোর বেশ কয়েকমাসের মধ্যেই দু’জনের ব্রে'কআ'পের খবর সামনে আসতে থাকে। তবে ঠিক কী কারণে বিচ্ছে'দ হয়েছিল তা কখনই স্প'ষ্ট করে জানানি গায়িকা বা অভিনেতা। 

তবে এবার নেহার সা'বধান বার্তা', ‘কেউ যেন আমার নাম ব্যবহার করে জনপ্রিয় হওয়ার চেষ্টা না করে।’ গায়িকার এই পো'স্টের পরই শুরু হয়েছে বিত'র্ক। ইন'স্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় অনেক ভাল আছি এবং যে ভাল করবে তার সঙ্গে ভাল কিছুই ঘ'টবে।’

নাম না করে প্রাক্ত'ন প্রেমিককে খোঁ'চা মা'রতেও ছা'ড়েননি নেহা কক্কর। তিনি আরও লিখেছেন, ‘যারা আমার নামে বা'জে কথা বলছেন তারা প্রত্যেকে মি'থ্যাবা'দী এবং আমায় দেখে হিং'সা করেন। আমার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চায়। তাই বলছি, আমার নাম আর ব্যবহার না করে নিজের কাজ করে জনপ্রিয় হও।’ এখানেই থেমে থাকেননি তিনি।
নেহা আরও জানান, ‘যদি আমি নিজের মুখ খু'লি…. আমি তোমার মা-বাবা ও বোনের ক'র্মকা'ণ্ড ফাঁ'স করে দেব। তারা আমাকে কী বলেছেন আমার সবকিছু মনে আছে। তোমার সাহ'স কী করে হয় আমার নাম ব্যবহার করার। আর দুনিয়ার সামনে বেচা'রা হওয়ার নাটকটা ব'ন্ধ করো। আমাকে ভিলেন না বানিয়ে নিজের কাজ করো। সা'বধান!!! আমার পরিবার থেকে দূ'রে থাকো।’সূত্র : ফিল্মিবিট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে