বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:৪০:১১

দিল্লিতে মুসলিমদের সাথে সং'ঘর্ষ-মৃ'ত্যুর প্রতিবাদে বাংলার শিল্পীরা

দিল্লিতে মুসলিমদের সাথে সং'ঘর্ষ-মৃ'ত্যুর প্রতিবাদে বাংলার শিল্পীরা

বিনোদন ডেস্ক : রাজধানী দিল্লি জ্ব'লছে। আর তার আঁচ এসে লাগছে সারা ভারতে। পরি'স্থি'তি জটিল হলেও, প্র'তিবা'দ থামেনি। আ'ক্রা'ন্তরা সরাসরি রাস্তায় নামছেন। ছাত্র, নাগরিক ও শিল্পী সমাজ প্র'তিবা'দ করছে মাঠে-ময়দানে। সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে টুইটে। এ দুর্দিনে শিল্পীর স্বাধীনতা কোন জায়গায়? প্র'তিবা'দে তাদের ভূমিকাই বা কী?

ক্রমাগত প্র'তিবা'দ ছাড়া আপাতত আর কোনও রাস্তা দেখছেন না বাংলার অভিনেতা-পরিচালক-গায়ক-নাট্যশিল্পীরা। কাল কলকাতা নয় তো? কৌশিক সেন যেমন বললেন, ''আমি আশ'ঙ্কা করেছিলাম যে, এমন কিছু একটা হতে চলেছে। শাহিনবাগের প্রতি'বাদের সঙ্গে কিন্তু সোমবারের প্র'তিরো'ধের কোনও মিল নেই। এটা পরিকল্পিত। না হলে যেখানে মার্কিন প্রেসিডেন্ট এ দেশে আসছেন, সেখানে তো রাজধানীকে শান্তিপূর্ণ দেখানোটা অগ্রা'ধিকার পাওয়া উচিত। সেখানে দিল্লি পুলিশের কাছে কোনও আগাম তথ্য নেই, এটা হতে পারে? ইটস আ মক ফাইট বেসিক্যালি, যেটা দেখিয়ে গোটা দেশকে ঘা'বড়ে দেওয়ার চেষ্টা চলছে। জনগণকে বার্তা দেওয়া হচ্ছে, প্রতি'বাদ করলে এই পরিণতি গোটা দেশে হবে।''

বিবাহবার্ষিকীতে স্ত্রী রেশমীকে নিয়ে শাহিনবাগে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। ''রবার্ট ডি নিরো এই বয়সে ট্রাম্পের তুলোধোনা করতে পারেন। আমাদের দেশেও অনুরাগ কাশ্যপরা আছেন। সোনম কাপূরের টুইটও আমার ইন্টারেস্টিং লাগছে ইদানীং,'' বয়ান কৌশিকের। দিল্লির ঘটনার নি'ন্দা করে ব্য'ঙ্গা'ত্মক টুইট করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। যাতে তাকে শুনতে হয়েছে, 'নিজে যেটা ভাল পারেন, সেটাই করুন মন দিয়ে। কেন এ সবে জড়াচ্ছেন?' 

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উত্তে'জিতই শোনাল তাঁকে, ''আমরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করি, আসল কাজটা তো তাদের করার কথা। আমরা টুইট ছাড়া আর কী-ই বা করতে পারি! দিল্লির ঘটনা দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম কালো একটা দিন।'' ধর্ম নিয়ে হিং'সার পাশাপাশি খাঁ'ড়া নেমে আসছে শিল্পীর স্বাধীনতাতেও। যার প্রমাণ, তৌসিফ হকের আঁকা ছবি নিয়ে সাম্প্রতিক বিতর্ক। 

এদিকে বলিউডের জমকালো অ্যাওয়ার্ড ফাংশন সদ্য অনুষ্ঠিত হল গুয়াহাটিতে, যেখানে সিএএ-বিরো'ধী প্র'তিবা'দ এখনও জ্ব'লন্ত। অনির্বাণ মনে করিয়ে দিলেন, সম'স্যা থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার হা'তিয়ার হিসাবে উৎসবকে বরাবরই ব্যবহার করে এসেছেন রাজনীতিকরা। হিং'সার মো'কাবি'লায় দলমত নির্বিশেষে প্রশাসনের ভূমিকার কথা উঠে এল প্রায় সকলের কথাতেই।

সঙ্গীতশিল্পী সিধু যেমন বললেন, ''এখন ক্র'মাগ'ত বিরো'ধী কণ্ঠরোধের চেষ্টাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। একজন শিল্পী হিসেবে আমি গানের মাধ্যমেও প্র'তিবা'দ করতে পারি, আবার নাগরিক হিসেবে মিছিলেও হাঁটতে পারি। জো'র করে এ ভাবে কোনও আইন প্রণয়ন করা যায় কি? বিশেষ করে তার পরিণতি যদি এমন ভ'য়'ঙ্কর জায়গায় চলে যায়?'' প্রশাসকের 'গুড বুক'-এ থাকতে শিল্পীদের বিভা'জনের প্রসঙ্গও উঠে এল কথায় কথায়। 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন বললেন, ''কোনও শিল্পীর উপরে যদি রাজনৈতিক চা'প আসে, তা হলে তাদের ঠিক করতে হবে নিজেদের অবস্থান। কঙ্গনা রানাউত কিংবা অক্ষয়কুমার যখন পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, তাদের সুর পাল্টে যেতে দেখেছি আমরা। যদিও তারা অসম্ভব গুণী শিল্পী।''

সোমবারে দিল্লির চিত্র কোনও বি'চ্ছি'ন্ন ঘটনা নয় বলেই মনে করেন ইমন, ''এত অস'হি'ষ্ণুতার কারণ কি প্রাথমিক অপ্রাপ্তিই? বিবেকানন্দকে যারা অনুসরণ করেন, তাদের কিছু এসে যায় না ট্রাম্প তার নাম উচ্চারণ করতে পারলেন কি না।'' যা ঘটছে, তাতে অর্ধ শতক পরে ইতিহাস আমাদেরই কাঠ'গড়ায় দাঁড় করাবে বলে মনে করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 

মঙ্গলবার একটি মসজিদে আ'ক্র'মণের ভিডিও রিটুইট করে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ''এ ভাবে ল'ড়তে থাকলে একদিন আর মানুষ থাকবে না, শুধু মন্দির-মসজিদই থাকবে।'' আগামী ছবি ''ধর্মযু'দ্ধ''য় রাজনৈতিক হিং'সার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন তিনি। তবে এ ক্ষেত্রে শিল্পমাধ্যমের ভূমিকা সম্পর্কে স'ন্দি'হান অনির্বাণ, ''পরি'স্থিতি যে জায়গায় চলে গিয়েছে, তাতে পোশাকি প্রতি'বাদে আর কাজ হবে না। আমরা নিজেদের শিল্প-সিনেমা-সংস্কৃতির জায়গাটাও তো অত্যন্ত ফাঁ'পা করে ফেলেছি।''

আর এক তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের কথায়, ''আমার যে রাজনৈতিক বিশ্বাস, তাকে একশো শতাংশ ফুটিয়ে তুলে কোনও ছবি এ দেশে রিলিজ় করতে পারব বলে আমি বিশ্বাস করি না। সত্যজিৎ রায়কে এক বার প্রশ্ন করা হয়েছিল, মৃণাল সেন তো এত রাজনৈতিক ছবি করেন, আপনি করেন না কেন? উত্তরে তিনি বলেছিলেন, ''মৃণাল অনেক সফ্‌ট টা'র্গেট। আমি যে রকম পলিটিক্যাল ছবি বানাতে চাই, ও রকম বানালে আমি থাকতে পারব না।' আমার সিনেমাকে সেন্সর আট'কাতে পারে কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা তো সংবিধানের দেওয়া। সেটা কেউ কেড়ে নিতে পারবে না।'' সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে