বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:০২:৫৫

ভাগ্যিস কবিগুরু, কাজী নজরুল বেঁচে নেই : দিল্লী অশান্তি নিয়ে ক্ষোভ মিমির

ভাগ্যিস কবিগুরু, কাজী নজরুল বেঁচে নেই : দিল্লী অশান্তি নিয়ে ক্ষোভ মিমির

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার থেকে র'ণক্ষে'ত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী। সিএএ সমর্থক ও সিএএ বিরো'ধীদের সং'ঘ'র্ষ ঘিরে ভ'য়াব'হ পরি'স্থিতি দিল্লির। বিজেপি নেতা কপিল মিশ্রর বি'রু'দ্ধে উঠেছে হিং'সায় প্ররো'চনা দেওয়ার অ'ভিযো'গ। ইতিমধ্যেই মৃ'ত্যু হয়েছে ২৪ জনের। আহ'তের সংখ্যা প্রায় ২০০-র কাছাকাছি। 

দেশ জুড়ে চলা হিং'সাকে ঘিরে উ'দ্বে'গ প্রকাশ করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি একটি টুইট করেন, ''আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই …আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই, মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন… সেটা আর যাই হোক মানুষ আর নই।''

এই একই পরিস্থিতি নিয়ে সকালে টুইটারে প্রতি'ক্রিয়া দিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। তার পোস্ট করা ছবিতে লেখা, MUSLIM ও HINDU দুটো শব্দ। শব্দ দুটিতে নেই I আর U। অর্থাত্‍ দুটি শব্দ থেকেই এই দুটি অক্ষর সরিয়ে নেওয়া হয়েছে। তলায় লেখা I আর U ছাড়া সবটাই অসম্পূর্ণ। ছবির সঙ্গে নুসরাত লিখেছেন, 'আমার দেশ জ্ব'লছে আর তাতে আমি কষ্ট পাচ্ছি। ভুলে গেলে চলবে না যে সবার আগে আমরা মানুষ।' 

একই সঙ্গে গু'জ'ব কিংবা ভুয়ো খবর যাতে না ছড়ায় সেই বার্তাও দিয়েছেন তিনি। দিল্লির অবস্থার অব'নতি দেখে অবশেষে নীরবতা ভা'ঙেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আমি দিল্লির ভাই-বোনেদের শান্তি ও ভ্রাতৃত্ববোঝ বজায় রাখার আবেদন করছি। শীঘ্রই শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসা খুব জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে