বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৫৫:২৬

অমিত শাহ মাপ চাইলে অর্ধেক সমস্যা শেষ হবে : দিল্লী পরিস্থিতি নিয়ে অনুরাগ কাশ্যপ

অমিত শাহ মাপ চাইলে অর্ধেক সমস্যা শেষ হবে : দিল্লী পরিস্থিতি নিয়ে অনুরাগ কাশ্যপ

বিনোদন ডেস্ক : 'আমাদের জীবনের প্রায় অর্ধেক সম'স্যারই ইতি ঘটবে যদি অমিত শাহ দেশবাসীর কাছ থেকে মাপ চেয়ে নেন তো', গেরুয়া শিবির নিয়ে বি'স্ফো'রক বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। মঙ্গলবার 'থাপ্পড়'-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেখানেই দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বে'গ প্রকাশ করেছেন অনুরাগ কাশ্যপ।

সকালেই নরেন্দ্র মোদি রাজধানীবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। অনুরাগ সেখানেও কটা'ক্ষ করতে ছাড়েননি অমিত শাহকে। মোদির টুইট শেয়ার করে এবং তাকে মেনশন করে লিখেছেন, 'দয়া করে গৃহমন্ত্রীকেও ট্যা'গ করুন আপনার পোস্টে।' রাজধানী দিল্লির এই অচ'লাবস্থার জন্য দিনভর একের পর এক টুইটে বিঁ'ধে চলেছেন মোদি সরকারকে।

দিল্লির জ্ব'ল'ন্ত প'রি'স্থি'তি নিয়ে ফের সরব অনুরাগ কাশ্যপ। প্রসঙ্গত, সোমবার থেকেই নাগরিকপঞ্জী আইন এবং সংশো'ধিত নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে কার্যত র'ণক্ষে'ত্রে পরিণত হয়েছে উত্তর-পূর্ব দিল্লি। জারি হয়েছে ১৪৪ ধারা। ব'ন্ধ মেট্রো তথা যানবাহন পরিষেবা। অ্যাম্বুল্যান্স যাওয়ার উপায়টিও নেই! দেখামাত্রই গু'লি করার নি'র্দে'শ জারি হয়েছে। ইতিমধ্যেই মৃত ২২ এবং সেই সংখ্যা ক্র'ম'শই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 

এককথায় র'ণক্ষে'ত্র রাজধানী। সেই পরি'স্থি'তিতে মঙ্গলবারই টুইটে আম-আদমি পার্টির প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুরাগ। এবার ঝাঁ'জালো মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে। কোনওরকম রাখঢাক না করে একেবারে চাঁ'চাছো'লা ভাষায় অমিত শাহকে ক্ষমা চাইতে বললেন। অনুরাগ কাশ্যপ অবশ্য বরাবরই মোদি সরকারের বিপক্ষে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে