বিনোদন ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক-গীতিকার আদনান সামি বরাবরই বি'স্ফো'রক মতামত দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন। ভারতজু'ড়ে যখন দিল্লির স'হিং'স'তা নিয়ে উ'দ্বে'গ, এমন সময়ে তিনি আবারও তার মন্তব্যের জন্য সংবাদশিরোনাম হলেন। তিনি জানান, একজন মুসলিম হিসেবে ভারতে নিজেকে নিরাপদ মনে করেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরো'ধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘ'র্ষ নিয়ে যেখানে চি'ন্তি'ত পুরো ভারত, নরেন্দ্র মোদি অনুরোধ করেছেন শান্তি বজায় রাখার। সেখানে আদনান সামি বিতর্ক উ'সকে দিয়ে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন তাদের জন্য যারা সং'কটে পড়ে দ্রুত কোথাও আশ্রয় বা নাগরিকত্ব খুঁ'জছে। এটা বিদেশীদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে প্রশ্নোত্তরে এসব কথা বলেন আদনান সামি।