শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৩৬:৪২

'কত টাকায় নিজেকে বেচলেন?', কেজরিওয়ালকে নি'শানা অনুরাগ কাশ্যপের

'কত টাকায় নিজেকে বেচলেন?', কেজরিওয়ালকে নি'শানা অনুরাগ কাশ্যপের

বিনোদন ডেস্ক : ''অরবিন্দ কেজরিওয়াল মহাশয়, আপনাকে কী বলা যায় বলুন তো! 'মেরুদ'ণ্ডহী'ন' শব্দটাও আপনার জন্য প্রশংসনীয় হবে। আপনি এবং আপনার দল আম আদমি পার্টি তো উধাও.. তারপর বলুন, কত টাকায় নিজেকে বিক্রি করলেন?'' মন্তব্য বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের। দিল্লির অশান্তিতে এবার জোড়া তীর ছুঁড়লেন কাশ্যপ। 

বলিউড পরিচালকের নিশা'নায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো বটেই, পাশাপাশি বরাবরে মতো বিজেপিকে বিঁ'ধতেও ছাড়লেন না তিনি। শুক্রবারই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সিপিআই নেতা কানহাইয়া কুমারের বি'রু'দ্ধে দেশদ্রো'হিতার মামলা চালানোর সবুজ সংকে'ত দিয়েছে কেজরিওয়াল সরকার। পরো'ক্ষভাবে গেরুয়া শিবিরের পাশে দাঁড়িয়েই কি কেজরিওয়ালের এমন সিদ্ধান্ত? 

প্রশ্ন তুলে সরগরম সোশ্যাল মিডিয়া। কানহাইয়া নিজেও আপ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বি'রু'দ্ধে দেশদ্রো'হিতার মামলা চালানোর জন্য। দ্রুত মামলা শেষ করার জন্য চ্যা'লে'ঞ্জ ছুঁড়েছেন আপ সরকারকে। এমতাবস্থাতেই সিপিআই নেতার বি'রু'দ্ধে ''দেশদ্রো'হী'' ত'ক'মা সাঁ'টায় এবং তদুপরি, কানহাইয়ার বি'রু'দ্ধে দেশদ্রো'হিতার মামলা চালানোর জন্য অনুমতি দেওয়ায় বে'জায় চটে গিয়েছেন অনুরাগ কাশ্যপ।

বলিউড পরিচালক বলেন, ''দেশদ্রো'হিতার মামলা চালানোর জন্য অনুমতি দেওয়ায় ধন্যবাদ। দিল্লি পুলিশ এবং সরকারি কৌঁসু'লিদের কাছে আবেদন, এবার এই মামলাকে গুরুত্ব দিয়ে দেখা হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে এর শুনানি হোক। টিভি চ্যানেলে 'আপনার আদালত' না বসিয়ে আইনের আদালতে এর দ্রু'ত বিচার প্র'ক্রি'য়া সম্পন্ন হোক। সত্যমেব জয়তে!'' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে