বিনোদন ডেস্ক : অভিনেতা মনোজ প্রামাণিক নতুন গাড়ি কিনে ছুটে গেলেন অভিনেত্রী প্রভার কাছে। এই খুশিতে কিছুটা মনোজের কাছে ঋ'ণগ্র'স্ত হয়ে গেলেন বলে জানালেন এই অভিনেত্রী। জীবনের খুব কষ্টের দিনে মনোজ তার পাশে থেকেছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি।
প্রভা লিখেছেন, ''দেড় বছর আগে এই ছবিটা তোলার নিয়ত করেছিলাম শোকর আলহামদুলিল্লাহ। গাড়িটায় বসে কয়বার আয়াতুল কুরশি পড়েছি নিজেও জানিনা। তারপর চিৎকার দিয়ে ইয়েস, ইয়েস ইউ ডু ইট মনোজ। মনোজো আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু, জীবনের খুব কষ্টের দিনে মনোজ আমার বন্ধু হয়েছে। অনেক কষ্ট ভাগ করতাম।
নিজের কষ্টের কথা বলতে বলতে কোনোদিন ওর কষ্টগুলোর কথা শুনতে চাই নাই। সেই অ'ভি'মানে কিন্তু আজকে সবার আগে আমাকে ওর গাড়িটা না দেখালেও পারতো অথবা আমাকে না চালাতে দিলেও পারতো। এ স্পেশাল ফিল দিয়ে আরো ঋ'ণী করে দিলে সে আমারে। আমাদের প্লান ছিলোনা আজ আমাদের দেখা হবে জানতামও না এক সুটিং হাউজে আমাদের কাজ আল্লাহ মিলায় দিলো, শোকর আলহামদুলিল্লাহ।''