বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই বিজেপি থেকে প'দত্যা'গ করেন টলি অভিনেত্রী সুভদ্রা মুখার্জী। এবার তিনি স'র'ব হলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাগজ দেখানো নিয়ে। বিজেপির বি'রু'দ্ধে সো'চ্চার হয়ে জানান, 'এতদিন পরে নাগরিকত্বের প্রমাণ দেখাব না।'
সুভদ্রা বলেন, ''অনেক আশা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। ভেবেছিলাম দলের সঙ্গে আমার মতাদর্শ মিলবে। কিন্তু, দলের এই ধরণের আচরণ দিনে দিনে বি'র'ক্তির কারণ হয়ে উঠছিল।'' দিল্লিতে অ'শা'ন্তির পিছনে গেরুয়া শিবিরের নেতাদের উ'সকা'নিমূলক মন্তব্যকে দা'য়ী করে বিজেপি ত্যা'গ করেন টলিউড অভিনেত্রী সুভদ্রা। টলিউডের বিভিন্ন সিরিয়াল ও বাংলা সিনেমার জনপ্রিয় মুখ সুভদ্রা।
তিনি পদ্ম শিবির ত্যা'গ করার সময় জানান, 'যে দলে অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রর মত ব্যক্তিরা রয়েছেন, সেই দলের কর্মী হয়ে থাকতে চান না তিনি।' এরপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ইস্তফাপত্র জমা দেন অভিনেত্রী। দলত্যা'গ করে সুভদ্রা জানান, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সংসদে পাস হওয়ার পর প্রথমে আমিই এই সংশো'ধিত নাগরিকত্ব আইনের সমর্থন করি। কিন্তু গেরুয়া শিবির যেভাবে এর প্রচার চালাচ্ছে আমি তার বিরো'ধী। এর ফলেই উ'ত্ত'প্ত হচ্ছে দেশ। এতদিন এই দেশের নাগরিক হওয়ার পরও কেন কাগজ দেখাব?'
তিনি আরও জানান, 'দিল্লি হিং'সায় এপর্যন্ত ৪৭ জনের মৃ'ত্যু হয়েছে, আহ'ত হয়েছেন ৩০০ জন। সারক্ষণই মনে হচ্ছে পৃথিবীটা হিং'সায় ভরে গেছে। কেন বি'দ্বে'ষমূলক মন্তব্য করার পর এখনও পর্যন্ত অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রর বি'রু'দ্ধে কোনও পদক্ষেপ করা হল না? কীভাবে অমি এরকম একটি দলের কর্মী হয়ে থাকব যেখানে পক্ষপাতিত্ব করে বিচার করা হয়?'