বিনোদন ডেস্ক : দ্বিতীয় সারির নায়িকা তানিন সুবহার বেশকিছু ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বিবাহিত ও নিজের ১২ বছর বয়সী মেয়ে রয়েছে- বিষয়টি গো'পন রেখে এফডিসিতে চলতেন তানিন সুবাহ। নিজের ক্যারিয়ার বাঁচাতে নিজের মেয়েকে আপু ডাকার জন্যও প্রাক্টিস করিয়েছেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। সেই অনুযায়ী, আপন মেয়ে মাকে মানুষের সামনে আপু বলে ডাকে।
বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকেই এফডিসি এলাকায় জো'র আলোচনা। তানিন সুবহা সম্পর্কে পাওয়া যাচ্ছে চ'ম'কপ্রদ তথ্য। বিভিন্ন অনুষ্ঠানে নিজের মেয়েকে নিয়ে আসেন তানিন সুবহা। এমনকি মেয়ের জন্মদিনেও সবাইকে নিয়ে কেক কাটেন। তবে মেয়ে পরিচয় নয়, বোন পরিচয় দিয়েই, এসব করছেন তিনি। তার মেয়ের নাম তৃষিতা। বয়স ১২ বছর। এটি তানিনের প্রথম স্বামীর সন্তান।
তানিন সুবহার হাতে কোনো ছবি না থাকলেও দামি গাড়ি হাকিয়ে বেড়ান এবং নিজের মা, বাবা, ভাই, বোনসহ পুরো সংসারটি তিনিই পরিচালনা করেন। একটি পার্লার রয়েছে খিলগাঁও এলাকায়। সেই পার্লার ব্যবসার আড়ালেও শোনা যায় নানা গু'ঞ্জন। অনেকেই শিল্পী সমিতির কাছে বিষয়টি নিয়ে অনেকে অ'ভিযো'গও করেন। অ'ভিযো'গের প্রেক্ষিতে শিল্পী সমিতি থেকে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। একজন অভিনয় শিল্পীর জন্য অন্য কোনও শিল্পীর সম্মান ন'ষ্ট হোক তা আমরা চাই না। তাই আমরা বিষয়টি নিয়ে দ্রু'ত সমাধান আনার চেষ্টা করব।
এ প্রসঙ্গে তানিন সুবহা বলেন, 'এ ছবিগুলো তিন-চার বছর আগের। কিন্তু একটি গ্রুপ কিছুদিন ধরেই আমাকে ছবিগুলো দিয়ে ব্ল্যা'কমে'ইল করে আসছে। কিন্তু আমি আর তাদের এসব বিষয় স'হ্য করতে পারিনি। আর এ কারণেই তারা ছবিগুলো প্রকাশ করেছে। কারো ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ একটি অ'পরা'ধ। আমি আইনের আশ্রয় নেব।' সূত্র : কালেরকণ্ঠ