বিনোদন ডেস্ক : ঈদে আবার চেনা অবতারে ফিরছেন জিৎ। পরিচালক অংশুমান প্রত্যূষ পরিচালিত 'বাজি'তে জিতকে দেখা যাবে পুরো'দস্তুর অ্যাক'শন অবতারে। বদলা নেওয়ার গল্পে বুদ্ধির ল'ড়াই, আবেগ, কমেডি সবই থাকবে এই অ্যাক'শন ড্রামায়। জিৎ এখানে আদিত্য, স্মার্ট এবং ইন্টে'লিজে'ন্ট এক চরিত্র। পরিচালকের দাবি, গত দু'তিন বছরে অভিনেতাকে এই রূপে দেখেননি তার ভক্তরা।
জিৎ নিজেও বলছেন, ''শেষ ক'টা ছবিতে আমার লুক এতটা গ্ল্যামারাস ছিল না। তবে শুধুই অ্যা'কশন নয়, মগজের যু'দ্ধও রয়েছে।'' পরিবারকে একটি ক্রা'ইসি'স থেকে বাঁচাতে চ্যালে'ঞ্জের মুখো'মুখি হয় আদিত্য। সেখানেই তার টক্ক'র হয় আর এক ধু'র'ন্ধর ভিলেনের সঙ্গে। সেই চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এই ছবির জন্য একেবারে অন্য রকম ভাবে স্কেচ করা হয়েছে সব্যসাচীর চরিত্রটি, যা দর্শকের কাছেও হতে চলেছে ব'ড়স'ড় চ'ম'ক।
'বাজি' একটি তেলুগু ছবির অফিশিয়াল রিমে'ক। জিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'অসুর' ছিল মৌলিক গল্পের আধারে তৈরি। ফের রিমেকে কেন? ''রিমেক নিয়ে আমার কোনও দিনই কোনও সম'স্যা ছিল না। রিমেক ছবির অন্যতম উদাহরণ তো 'কবীর সিং'। 'বাগী থ্রি', 'জার্সি', অজয় দেবগণের নতুন ছবি... সবই তো রিমেক। সাউথে হোক বা বলিউড সব জায়গায় রিমেক হচ্ছে এবং চলছেও,'' বললেন জিৎ।