বিনোদন ডেস্ক : চীন, জাপান, উত্তর কোরিয়ার পর করোনা ভাই'রাসে স'ন্ত্র'স্ত ভারত। করোনা রু'খতে তৎপর ভারত সরকার। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই হোলির অনুষ্ঠানে না যাওয়ার কথা ঘোষণা করেছেন। বলিউডেও ছড়িয়েছে করোনা আ'ত'ঙ্ক। দীপিকা পাড়ুকোন বা'তিল করেছেন তার প্যারিস সফর।
করোনা আ'ত'ঙ্কের জে'রেই যোগ দিচ্ছেন না এবারের প্যারিস ফ্যাশন উইকে। অনেক তারকাই করোনা সং'ক্র'মণ এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার ভিডিও পোস্ট করে স'ত'র্ক বার্তা দিলেন অনুপম খের। অভিনেতার পরামর্শ, করমর্দন নয়, সালাম বা নমস্কারে অভিবাদন জানান।
অনুপম বলেন, ''করোনা সং'ক্র'মণ এ'ড়াতে অনেকেই আমাকে পরা'মর্শ দিয়েছেন সারাদিনে বারবার হাত ধো'য়ার এবং পরি'ষ্কার রাখার। বর্তমানে সেই সমস্ত নির্দে'শাবলী আমি অক্ষরে অক্ষরে পালন করছি। কিন্তু এই নির্দে'শাবলীর সঙ্গে আমি আরেকটা ব্যাপার সংযো'জন করতে চাই, সেটা হল অভি'বাদনের জন্য করম'র্দন না করে আমাদের ভারতীয় ঐতিহ্যে ফিরে যান। হ্যান্ডশেকের পরিবর্তে করজোড়ে নমস্কার বা সালাম জানিয়ে অভিবাদন করুন। কারণ, নমস্কার বা সালাম করার সময়ে অন্যের সংস্পর্শে আসার দরকার পড়ে না। আবার এই পদ্ধতিতে সম্মানও জানানো যায়। যার জেরে সং'ক্র'মণ এড়ানো সম্ভব।''