বিনোদন ডেস্ক : নীনা গুপ্ত এমন একজন মানুষ, যে নিজের জীবনের সব কিছু নিয়েই খোলাখোলি কথা বলেন। ব্যক্তিগত হোক বা কর্মজীবন রাখঢাক নেই তার। ভিভ রিচার্ডের সঙ্গে তার সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের ফল তার মেয়ে মাসাবা। তবে এখন সব কিছু বদলে গিয়েছে নীনার জীবনে। সম্প্রতি বিচ্ছে'দ হয়েছে তার মেয়ে মাসাবার। আর তাতেই অনেকটা ভেঙে পড়েছেন নীনা।
মাসাবা ছিলেন নীনা ও ভিভের লাভ চাইল্ড। তবে মেয়ের বিচ্ছে'দের পর নিজের জীবনের সবথেকে বড় ভুলটা স্বী'কার করে নিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একথা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তিনি একটি সিরিজ শুরু করেছেন। নাম 'সচ কহুঁ'। সেখানেই নিজের জীবনের এই এই সত্যি ফাঁ'স করেন তিনি। আটের দশকে ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম জমে উঠেছিল নীনার। ভিভ তখন বিবাহিত। দুই সন্তানের বাবা।
লাল শাড়িতে সৃজিতের 'সোহাগ আদরে' ভাসলেন মিথিলা
প্রেমের শুরুর দিকে ভারতে নিয়মিত যাতায়াত ছিল ভিভের। তবে কোনও দিনই সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। ১৯৮৯ সালে জন্ম নেয় নীনা গুপ্তা আর ভিভ রিচার্ডসের মেয়ে মাসাবা। মেয়েকে দেখতে ভারতে এসেছিলেন ভিভ। তার পর ধীরে ধীরে ভা'ঙন ধরে নীনা-ভিভের সম্পর্কে। মেয়ে মাসাবাকে 'সিঙ্গল মাদার' হিসেবেই বড় করেন নীনা। নিজের বিবাহব'হির্ভূত সন্তানধারণের সিদ্ধান্তে এর আগে আ'ক্ষে'পও প্রকাশ করেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে নীনা গুপ্তা বলেছেন, 'কখনই বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়।' কর্মব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নিয়ে আপাতত উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে ছুটি কাটাচ্ছেন তিনি। তার ফাকে ভিডিও বার্তায় এমনই মন্তব্য করেছেন ওই অভিনেত্রী। বলেছেন, 'বিয়ের আগে সন্তানধারণ না করলেই পারতাম। প্রত্যেক সন্তানের বাবা-মা দু'জনকেই প্রয়োজন।' তার এই ভিডিওতে রয়েছে আরও অনেক জীবনের কথা। তবে আজ এই বয়সে এসে এভাবে ভেঙে না পড়লেই পারতেন হয়তো তিনি! কিন্তু সন্তান মানুষকে যেমন জিতিয়ে দেয়, তেমন হা'রিয়েও দেয়।