বিনোদন ডেস্ক : মুজিববর্ষের সূচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-নির্ভর যে কাহিনিচিত্র বা বায়োপিকের শুটিং শুরু হতে যাচ্ছে, তা বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হলেও পরিচালক শ্যাম বেনেগাল একে ''শেষ বিচারে বাংলাদেশের এবং বাঙালি জাতীয়তাবাদের ছবি'' বলেই বর্ণনা করছেন।
বুধবার বিকেলে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই ছবির নানাদিক নিয়ে কথা বলেছেন। ব্যাখ্যা করেছেন কেন এই ছবিতে বাংলাদেশের শিল্পী ও অভিনেতারাই সংখ্যায় অনেক বেশি এবং কেন অমিতাভ বচ্চনের মতো ভারতীয় মেগা-তারকাকে এই ছবিতে দেখা যাবে না। গতকাল ঢাকায় বিএফডিসি’র পক্ষ থেকে বঙ্গবন্ধু ছবির ৫০ জন শিল্পীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তালিকায় সব নামই বাংলাদেশের শিল্পীদের–ভারতের কেউ সেখানে নেই!
বেনেগাল বলেন, বিষয়টা আমি জানি। তালিকা মিডিয়ায় প্রকাশ করার আগে ওরা আমাকে জানিয়েও ছিলেন। এই ছবি হয়তো দুই দেশের অর্থায়নে বা যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে, কিন্তু শেষবিচারে এটা তো বাংলাদেশেরই ছবি। বা অন্যভাবে বললে বাঙালি জাতীয়তাবাদ বিনির্মাণের ছবি। বাংলাদেশের জাতির জনকের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি, সেখানে বাংলাদেশের শিল্পীরাই সংখ্যায় বেশি হবেন এটাই তো প্রত্যাশিত। কাস্টিং চূড়ান্ত করার আগে এই জিনিসটা আমরা মাথায় রেখেছি।
ঈদে ফের অ্যাকশন রুপে ফিরছেন জিৎ
তাহলে ভারতের অভিনেতাদের এই ছবিতে কোনও ভূমিকা থাকছে না? এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, বিষয়টা ঠিক সেরকম নয়। বাংলাদেশের রূপকারের জীবন নিয়ে ছবি হলেও এর প্রেক্ষাপট তো আন্তর্জাতিক। কাজেই সেখানে নিশ্চয় অন্যান্য দেশের অভিনেতারাও থাকবেন, ভারতও তার অন্যতম একটি দেশ। তবে তাদের সংখ্যা খুব একটা বেশি হবে না। কারণ, এটা মূলত বাংলা ভাষার ছবি, যা পরে ইংরেজি বা হিন্দিতে ডাব হতে পারে–এটা খেয়াল রাখতে হবে।
অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারকে জল্পনা নিয়ে শ্যাম বেনেগাল বলেন, আমি তো কোনও বলিউড ব্লকবাস্টার বানানোর চেষ্টা করছি না–যেমনটা বললাম, আমি বাংলাদেশের ছবি বানাতে চাই, বচ্চনের ছবি নয়। এই বায়োপিকের ফোকাসটা সম্পূর্ণ অন্য জায়গায়, এটা আপনাদের বুঝতে হবে। এখানে একটা জাতির আবেগ, তাদের অনুভূতির প্রশ্ন জড়িত–সেটা তো আমাকে মর্যাদা দিতেই হবে, তাই না?