বিনোদন ডেস্ক: দেখতে-শুনতে ক্যাটরিনা ভালোই। সালমানের ভাষায়, ‘চা'র্মিং, বিউটিফুল এবং গ'র্জাস’। কিন্তু তার সঙ্গে ‘ব্যা'ক টু ব্যা'ক’ ছবি করেই নাকি ভালো অভিনেতা হতে পেরেছেন ক্যাটরিনা কাইফ, এমনটাই দা'বি তার এক সময়ের প্রেমিক সল্লু মিয়ার।
কমে'ডিয়ান কপিল শর্মার শো'র মঞ্চে ক্যাট-সালমানের পুরনো এক ভিডিও নেটদুনিয়ায় হঠা'ৎই ভাই'রাল। সেই ভিডিওতেই সালমান বলছেন, সুন্দর তো ও ছিলই। কিন্তু আমার সঙ্গে দু’তিনটি ছবি করার পর থেকেই ভালো অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা। করোনায় আক্রা'ন্ত কী-না, ঘরে বসেই কয়েক সেকেন্ডে পরীক্ষা করবেন যেভাবে
মজার ছলে সালমান বলেন, 'ভারত' ছবিতে আমার সঙ্গে অভিনয় করার পর নিজেকে তো ভারতী মনে করছে ও। আর ‘টাইগার জি'ন্দা হ্যায়’-এর পর টা'ইগ্রেস (বাঘি'নী)। সালমানের ওই কথা শোনার পর হাসিতে ফে'টে প'ড়েন কপিল। কপ'ট রা'গ দেখিয়ে হাসতে থাকেন ক্যাটরিনাও।
মূলত সালমানের হাত ধ'রেই বলিপাড়ায় অভিষেক হয়েছিল ক্যাটরিনার। ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’, ‘পার্ট'নার’, ‘এক থা টাই'গার’ -সালমানের সঙ্গে তার প্রতিটি ছবিই বক্স অফিসে ঝ'ড় তু'লেছে। এক সময় তাদের প্রেম ছিল ‘টক অব দ্য টাউন’। কিন্তু ২০১০ নাগাদ ব্রে'কআ'প হয়ে যায় ওই জুটির। পরবর্তীকালে সংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেছিলেন, সালমানই ছিলেন তার প্রথম প্রকৃত ভালোবাসা। ব্রে'কআ'প হয়ে গেলেও আজও তারা ভালো বন্ধু। একসঙ্গে ইভে'ন্ট থেকে মুভি-চলছে পু'রো দ'মেই।