বুধবার, ১১ মার্চ, ২০২০, ০৫:৫৮:৩৬

চীনা নাগরিককে বিয়ে করা নিয়ে যা বললেন শাবনূর

চীনা নাগরিককে বিয়ে করা নিয়ে যা বললেন শাবনূর

বিনোদন ডেস্ক : স্বামী অনিক মাহমুদ হৃদয়কে তালাক দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তালাকের নোটিশে তিনি স্বামীর বি'রু'দ্ধে অনেক অভিযো'গ এনেছিলেন। পা'ল্টা অভিযো'গে অনিক জানিয়েছেন, তাকে বিয়ের আগে এক চীনা নাগরিককে বিয়ে করেন শাবনূর।

এরপর থেকে অনিক-শাবনূরের পা'ল্টাপা'ল্টি অভিযো'গ চলছেই। অনিক জানিয়েছেন, শাবনূর ছিলেন বিবাহিত। তাকে বিয়ে করার আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর এবং ইস্কাটনের বাসায় ওই চীনা নাগরিকের সঙ্গে কয়েকবার হাতেনাতে ধ'রাও পড়েন শাবনূর।

অনিকের এমন দাবির প্রেক্ষিতে শাবনূর জানিয়েছেন, চীনা নাগরিককে বিয়ে করলে অনিককে কেন বিয়ে করব? অনিক যার দিকে আঙুল তুলছে, সেই ব্যক্তি যে কোনো দিক থেকে অনিকের চেয়ে ভালো। অনিক একটা বাজে ছেলে, নে'শাগ্র'স্ত। এদিকে শাবনূরের তালাকনামা পাঠানোর ১৫ মাস আগে আয়েশা আকতার নামে এক নারীকে বিয়ে করেন অনিক মাহমুদ। 

গণমাধ্যমকে এমন তথ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাইনি। অনিক আমাকে বা'ধ্য করেছে। আমি অনেক ভেবেচিন্তে বি'চ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম। ভাবছিলাম, বিষয়টি চু'পচা'প শেষ হয়ে যাক; কিন্তু অনিকের কথাবার্তা একেবারে অগ্রহণযোগ্য। উ'ল্টাপা'ল্টা কথা বলে দেশের মানুষ ও ভক্তদের কাছে আমার ইমেজ নষ্ট করতে চাইছিল, এমনটি তো হতে দিতে পারি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে