শনিবার, ২৮ মার্চ, ২০২০, ০৯:১৪:২৯

লকডাউনের মধ্যেও মদের দোকান খোলা রাখা উচিত : ঋষি কাপুর

লকডাউনের মধ্যেও মদের দোকান খোলা রাখা উচিত : ঋষি কাপুর

বিনোদন ডেস্ক : লকডাউনের কারণে সুরাপ্রেমীদের অনেকেই যে বি'পাকে পড়েছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। এবার লকডাউনের মধ্যেও প্রতিদিন মদের দোকান খোলার জন্য সরকারকে সুপারিশ করলেন বলিউড তারকা ঋষি কাপূর। তবে পুরো সময়ের জন্য নয়, ঋষির পরামর্শ অনুযায়ী প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মদের দোকান খোলা উচিত।

নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দিয়েছেন অভিনেতা। তার মতে, লকডাউনের মধ্যে পুলিশ, চিকিত্‍সক এবং সাধারণ মানুষকে কিছুটা চাপমুক্ত করতেই মদের দোকান খোলা উচিত। টুইটারে ঋষি লিখেছেন, 'একবার ভেবে দেখা হোক। প্রতিদিন সন্ধ্যায় অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও অনুমোদিত মদের দোকানগুলি খুলতে দেওয়া উচিত। আমায় ভুল বুঝবেন না। এই কদিন বাড়িতে ব'ন্দি হয়ে থেকে সবাইকে অ'বসা'দ, অনি'শ্চয়তা গ্রা'স করবে। পুলিশ, চিকিত্‍সক, সাধারণ মানুষ, সবারই একটু মু'ক্তি প্রয়োজন। ব্ল্যাকে তো মদ বিক্রি চলছেই!'

বলিউড তারকার এ হেন টুইট দেখে অবাক হয়েছেন অনেকেই। তার এই মন্তব্য দায়িত্বজ্ঞানহী'নতার পরিচয় বলেও মনে করছেন কেউ কেউ। ক্ষু'ব্ধ হয়ে কেউ কেউ বিষয়টি মুম্বাই পুলিশের নজরে এনে ঋষি কাপূরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অভিনেতা মদ ব্ল্যা'ক করার পক্ষে প্রচার করছেন বলেও অভিযো'গ উঠেছে। ক্ষু'ব্ধ আর একজন লিখেছেন, 'বড়লোকদের ভাবনাচিন্তাই অন্যরকম।' আর একজন টুইটার ব্যবহারকারী অভিনেতার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন।

অন্য একজন অভিনেতার উদ্দেশে লেখেন, ''দয়া করে একটু দায়িত্বশীল টুইট করুন। কোভিড ১৯- এর সঙ্গে ল'ড়াই করার জন্য এখন শরীরের প্রতিরো'ধ ক্ষ'মতা বাড়াতে হবে। দয়া করে ম'দের ব'দলে পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলুন। আর ম'দ্যপান করলেই অব'সাদ কাটে না।'' প্রসঙ্গত কয়েকদিন আগেই টুইটারে বেশ কয়েকজনের সঙ্গে বচসায় জ'ড়িয়ে পড়েছিলেন অভিনেতা। 

লকডাউনের সিদ্ধান্ত ঘোষণার পর তিনি যেভাবে হাল্কা চালে টুইট করেছিলেন তা অনেকেই ভাল ভাবে নেননি। কয়েকজন তাকে ট্রোলও করেন। জবাবে ঋষি হুঁশি'য়ারি দেন, তার জীবনযাপনের ধ'রন নিয়ে কেউ প্রশ্ন তুললে তিনি তাকে টুইটারে ব্লক করে দেবেন। উল্লেখ্য, লকডাউনের কারণে মদের দোকান পুরোপুরি বন্ধ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে