শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০৬:২১:২৫

মুসলিমবিদ্বে'ষী টুইট দিয়ে তুমুল বিত'র্ক, কঙ্গনার বোনের অ্যাকাউন্ট বন্ধ

মুসলিমবিদ্বে'ষী টুইট দিয়ে তুমুল বিত'র্ক, কঙ্গনার বোনের অ্যাকাউন্ট বন্ধ

বিনোদন ডেস্ক : প্রায় সময় বিত'র্কিত উসকা'নিমূলক মন্তব্য করে আলোচনায় আসেন বলিউড তারকা কঙ্গনা রানাউতের বোন রাঙ্গলি চন্দন। এবার বিদ্বে'ষ ও ঘৃ'ণা বি'স্তারের অভি'যোগে তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। ধর্মনিরপেক্ষ গণমাধ্যম ও মুসলমানদের বি'রু'দ্ধে সহিং'সতার পক্ষে সাফাই গেয়েছেন তিনি। 

তার অ'ভিযো'গ, মুসলমানরা চিকিৎসকদের ওপর হা'মলা ও হ'ত্যা করেছেন। ভারতে স্বাস্থ্যকর্মীদের ওপর হা'মলার ঘটনা ঘটেছে, সত্য। কিন্তু কোন হা'মলার দায় তিনি মুসলমানদের ওপর চাপাচ্ছেন, তা উল্লেখ করেননি কঙ্গনার বোন। অনলাইনে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে মুসলমানরা স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হচ্ছেন। কিন্তু সেসব ভিডিওর কোনো সত্যতা মেলেনি।

এদিকে করোনা ভাইরাস ছড়ানোর জন্য মুসলমানদের দা'য়ী করে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে সমালো'চনার মুখে পড়েছেন ভারতের আন্তর্জাতিক পুরস্কারজয়ী ক্রীড়াবিদ ববিতা ফোগাত। টুইটারে নারী কুস্তিগীর ববিতাকে নি'ষিদ্ধের আহ্বান জানিয়ে হ্যাশট্যাগ পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। মুসলমানদের অব'মাননা করে পোস্ট দিয়ে তিনি বলেন, ভারতে ভাইরাসের চেয়েও বড় সম'স্যা মুসলমানরা।

ক্ষ'মতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি নেতা ববিতা ফোগাত টুইটার অ্যাকাউন্ট ব'ন্ধ করা হয়নি। কিন্তু বিদ্বে'ষের ছড়া'ছড়ি দেখে ক্লান্ত অনেকেই তার অ্যাকাউন্ট ব'ন্ধের আহ্বান জানিয়েছেন। যদিও তার সমর্থনেও কথা বলতে দেখা গেছে অনেককে। কমনওয়েলথ স্বর্ণজয়ী ববিতা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে