শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ০৫:২৩:১৯

সামনে তাহসান, চোখ সরাতে পারেননি মিথিলা! বেরিয়ে এলো নতুন তথ্য

সামনে তাহসান, চোখ সরাতে পারেননি মিথিলা! বেরিয়ে এলো নতুন তথ্য

বিনোদন ডেস্ক : শোবিজ অঙনের সবচেয়ে আলোচিত জুটি ছিল এই তাহসান-মিথিলা। বিশেষ করে গত কয়েক বছর। তাহসানের সাথে ঘর বাঁধার পর দারুণ এক রসায়ন। হুট করে সেই ঘর ভেঙে যাওয়া। নতুন করে মিথিলার স্বপ্ন সাজানো। এসব নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে।

আজ যখন সারা বিশ্ব কাঁপছে করোনায়। যখন পাড়া মহল্লায় চলছে করোনা প্রতিরো'ধের মাইকিং। কিংবা সামাজিক দূরত্ব মেনে প্রাণঘা'তী ভাইরাসের ক'বল থেকে বাঁচার নানাবিধ নির্দে'শনা। তখনই আবার আলোচনার টেবিলে মিথিলা-তাহসান। বলতে পারেন অনেকটা কাকতালীয়ভাবে।

মিথিলা তার কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে। শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করেন। ২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। 

২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আইরা। কিন্তু হঠাৎ গ'ণ্ডগো'ল। এক নিমেষের ঝড়ে সব স্বপ্ন ভেঙে ছা'রখা'র। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বি'চ্ছে'দ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

এ দিকে তাহসানও তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নতুন করে ভাবছেন! এরিমাঝে অবশ্য তাহসানকে অনেকটাই ভুলে গেছেন মিথিলা। তাকে নিয়ে কোনো রকম মন্তব্যও করেন না তিনি। তবে এই নীরবতার মাঝে খুঁ'জতে খুঁ'জতে বেরিয়ে এলো নতুন কিছু। নিজের ইনস্টাগ্রাম থেকে অভিমানে তাহসানের সব ছবি ডিলিট করলেও একটা ছবি ঠিকই রেখেছেন।

২০১৬ সালের দিকে কোনো একটা বাংলা নাটকে তাহসানের বিপরীতে অভিনয় করার দৃশ্য। অনেকটা রোমান্টিকও বলা যায়। সামনে তাহসান, আর চোখ সরাতে পারছেন না মিথিলা। এমনই একটা প্রতিচ্ছবি ওই ছবিতে। সম্প্রতি ছবিটা ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তাতেই শুরু আলোচনা।

এমনকি অনেকে ইনস্টাগ্রাম খুঁ'জে ওই ছবিতে কমেন্ট করছেন। তার মধ্যে ফরহাদ খান নামের একজন লিখেছেন, ''ভাবী আপনারা দুই জনই আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি আপনাদের অনেক বড় ফ্যান। আপনার দুইজনের একসাথে কর্মজীবনগুলো এখনও খুব মিস করি।''

আহমেদ নামের একজন লিখেছেন, ''এই একটা পিক কেন রাখছেন? আপনি তাকে যতোই ভুল বুঝেন সে আপনাকে অনেক ভালোবাসে।'' তবে কি এখনো নীরবে নিভৃতে তাহসানের ছবি দেখেন মিথিলা?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে