বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিথিলার জীবনে ঘ'টে গেছে নানা চম'কপ্রদ ঘ'টনা। উত্থানপতনের মধ্যে দিয়েই এগোচ্ছে মিথিলার জীবন। সংগীতশিল্পী তাহসানের সাথে সংসার ভে'ঙে মিথিলা নতুন সংসার করেছেন কলকাতার সিনেমা পরিচালক সৃজিত মুখার্জির সাথে। এবার ইন্সটাগ্রামে মিথিলার নিজের জীবনের সব ন'ষ্টের মূলকে তা রূপক আকারে জানালেন।
ইনস্টাগ্রামে আপলোড করা একটি ছবির ক্যাপশনে মিথিলা লিখেন, ‘প্রিয় ফুল? বেলীফুল, প্রিয় গয়না… কানের দুল, প্রিয় মুহূর্ত…তার কাঁধে আমার এলোচুল…কিন্তু সব ন'ষ্টের মূল ওই…বেলীফুল! গন্ধে মনকে উদাস করায়, অকারণে তাকে মনে যে করায় উ'স্কে দেয়, ভুল ভাবায়! হ'তচ্ছাড়া বেলীফুল!’ ইনস্টাগ্রামে আবেগী পোস্টটি মুহূর্তেই ভাই'রাল হয়ে পড়ে।
এতে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইতে থাকে। অনেক ভক্তই বেলীফুলকে রূপক অর্থেই দেখছেন।