বুধবার, ২৭ মে, ২০২০, ০৮:০৫:২৫

আপনার স্ত্রী দেশদ্রোহী, অনুষ্কাকে তালাক দিন : বিরাট কোহলিকে বললেন বিজেপি নেতা

আপনার স্ত্রী দেশদ্রোহী, অনুষ্কাকে তালাক দিন : বিরাট কোহলিকে বললেন বিজেপি নেতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির দাম্পত্য নিয়ে সারা পৃথিবীতে চর্চা চলে৷ ভারতের এই পাওয়ার কাপল নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনও দেখান দেদার৷ আর এই জন্য ফ্যানদের কাছে দারুণ জনপ্রিয় এই দম্পতি৷ 

তাদের দেখেই মোটিভেটেড হয় এখনকার তরুণ প্রজন্ম৷ কিন্তু এরমধ্যে সকলকে চমকে দিয়ে বিজেপির বিধায়ক দাবি করেছেন অনুষ্কা দেশদ্রো'হী কিন্তু বিরাট নন, তাই তিনি যেন তার বিবাহিত স্ত্রীকে তালাক দিক৷ বিজেপির বিধায়ক নন্দকিশোর গুর্জর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''বিরাট কোহলি দেশভক্ত, দেশের জন্য খেলেন, ওর তাড়াতাড়ি অনুষ্কাকে তালাক দিয়ে দেওয়া উচিত৷ কারণ এই বিষয়ে না ওর কোনও ভূমিকা রয়েছে, না এই ধরনের বিষয়ে উনি যুক্ত থাকেন৷''

নন্দ কিশোর গুর্জরের বক্তব্য, অনুষ্কা যে ওয়েব সিরিজ বানিয়েছেন তা দেশদ্রো'হের ঘটনা৷ এর জন্য অনুষ্কার ওপর আইনি পদক্ষেপ নেওয়া উচিত৷ এর আগে ওয়েব সিরিজ পাতাললোকের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন৷ পাতাললোক ওয়েব সিরিজে বালকৃষ্ণণ বাজপেয়ী নামের এক চরিত্র যে অন্যায়ের সঙ্গে যুক্ত তার বিবরণ দিতে গিয়ে অন্য বিজেপি নেতার ছবি দেখানো হয়৷

আর সেই ছবিটি তারই৷ তার সাফ দাবি, তাদের একাধিক নেতার ছবি কী করে পাতাললোক ওয়েব সিরিজে দেখানো হয়েছে৷ তিনি বলেছেন, কী করে জাতি-ধর্ম শেষ করে দেওয়া অনৈতিক কাজ দেখানো ওয়েব সিরিজে এভাবে ছবি ব্যবহার করা হয়েছে৷ এই পাতাললোক সিরিজের প্রযোজনায় যেহেতু অনুষ্কা শর্মা তাই তার অনুমতিতেই এসব হয়েছে এবং তিনি দেশদ্রোহের কাজ করেছেন৷

আর এই ধরনের দেশদ্রোহী মেয়ের সঙ্গে সংসার করা উচিত নয় বিরাটের আর তাকে দ্রুততার সঙ্গে ডিভোর্স দেওয়া উচিত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বলে দাবি বিজেপি নেতার৷ পাতাললোক সিরিজ নিয়ে অনুষ্কা শর্মার বিরু'দ্ধে অভিযোগও দায়ের করেছে গেরুয়া শিবিরের একাধিক নেতা। তবে শুধু বিজেপি নয়, পাতাল লোক নিয়ে বিত'র্ক জুড়েছে শিখ সম্প্রদায়ও।

শিখ চরিত্রদের এই সিরিজে যেভাবে দেখান হয়েছে সে বিষয়ে উদ্বে'গ প্রকাশ করেছেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। সিরিজের একটি দৃশ্যে যেখানে দেখানো হচ্ছে একজন শিখ পুরুষ একজন মহিলাকে ধ'র্ষ'ণ করছেন এবং অন্য একজন শিখ ব্যক্তি হতা'শার নিয়ে তাকিয়ে আছেন। সেই দৃশ্য নিয়ে আ'পত্তি জানিয়েছেন শিখ কমিটির এই প্রধান। সিরসার মতে, এটি সম্প্রদায়কে বি'প'র্যস্ত করছে। তিনি বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং সিরিজটি নি'ষি'দ্ধ করা উচিত।

দিল্লির শিখ সম্প্রদায়ের ন্যায় সিকিমের গোর্খা সম্প্রদায় থেকেও উঠে এসেছে বিরু'দ্ধসুর। সিকিমের সাংসদ ইন্দ্র হান সুব্বা জানান যে যেভাবে যৌ'নতা নিয়ে একটি চরিত্রকে কল'ঙ্কিত করা হয়েছে তা অনুচিত। তিনি অভিযোগে জানিয়েছেন যে ভারতের ১০ লক্ষেরও বেশি লোক নেপালি ভাষায় কথা বলে এবং তারা এই ঘটনায় গভীরভাবে প্রভাবিত হয়েছে। তাই তিনি এই সিরিজটি নিয়ে তথ্য এবং সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকরের হস্তক্ষেপ চান। সূত্র : এই সময় ও ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে