বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৪:০৬:৫৫

আর ছাড় নয়, এবার ভারতে এলেই গ্রে'ফতার নোবেল!

আর ছাড় নয়, এবার ভারতে এলেই গ্রে'ফতার নোবেল!

বিনোদন ডেস্ক : কখনও নিজের ঢাক পে'টানো। কখনও আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেলাগাম ভাষায় ফেসবুকে আ'ক্র'মণ। আলটপকা কথাবার্তায় যেন লা'গাম নেই বাংলাদেশের বিখ্যাত গায়ক মইনুল হাসান নোবেলের। এবার নোবেলের জন্যে সং'কট আরও বাড়ল। ভারতে এলেই এবার নোবেলকে গ্রে'ফতার করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বি'রুদ্ধে কু'রুচিকর মন্তব্যের জন্যে ত্রিপুরার এক ব্যক্তি মামলা দায়ের করেছেন নোবেলের বিরু'দ্ধে। সেই অ'ভিযো'গের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশনেও পাঠানো হয়েছে। নোবেলের বিরু'দ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলেই সূত্রের খবর। সেই সূত্রেই ত্রিপুরা পুলিশ জানিয়েছে, এদেশে এলেই নোবেলকে গ্রে'ফতার করা হবে।

খুব সম্প্রতি তাহসিন এন রাকিব নামের একজন ইউটিবার ও সঙ্গীতশিল্পীর সঙ্গেও বিস্তর কথা কা'টাকা'টি হয় নোবেলের। বেশ কিছু অশালীন শব্দও প্রয়োগ করার অ'ভিযো'গ ওঠে এই গায়কের বি'রুদ্ধে। আর সেই কারণে ২০১৯ সালের সারেগামাপা-র দ্বিতীয় রানার্সআপ নোবেলকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা RAB। -এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে