জ্যাকি চ্যানের সাক্ষাৎ পেতে মরিয়া বলিউডের সেই মেয়েটি 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আমায়রা বর্তমানে চায়নার বেজিংয়ে ব্যস্ত আছেন শুটিং নিয়ে। সেখানে চলছে তার প্রথম আন্তর্জাতিক সিনেমার কাজ। আর এই সিনেমায়  মি. এক্স খ্যাত এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন বিশ্বখ্যাত কুংফু মাস্টার জ্যাকি চ্যান। 
আমায়রা জানিয়েছেন, জ্যাকি চ্যানের সঙ্গে দেখা করার জন্য তার নাকি আর তোর সইছে না।
মার্শাল আর্ট শিল্পী জ্যাকি চ্যান ও আমায়রা ‘কুংফু যোগা’ ছবিতে একসঙ্গে থাকলেও তাদের দুজনের শুটিং এখনও শুরু হয়নি। যে কারণে এখনো আমায়রার সঙ্গে জ্যাকি চ্যানের দেখা হয়নি। তবে পরবর্তী শিডিউলে দুজন একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এই অভিনেত্রী বলেন, ‘আমি জ্যাকি চ্যানের সঙ্গে দেখা করার জন্য আনন্দের সঙ্গে অপেক্ষা করছি। এইবারের শিডিউলে সনু সুদও আমাদের সঙ্গে কাজ করবেন।’
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �