সোমবার, ০৮ জুন, ২০২০, ১২:৩৭:২৭

নোবেলর জীবনের প্রথম সোলো গান 'তামাশা' সুপার ফ্লপ!

নোবেলর জীবনের প্রথম সোলো গান 'তামাশা' সুপার ফ্লপ!

বিনোদন ডেস্ক : জীবনের প্রথম মৌলিক গান 'তামাশা' মুক্তি পেতেই নোবেলের জীবনে তামাশা হওয়ার আর বাকি রইল না কিছুই! কেন? ইউটিউবে তার গানের পোস্টের নিচে মন্তব্যগুলোতে খানিক চোখ বুলোলেই যথেষ্ট! বিগত কয়েক দিন ধরেই বিত'র্কের শিরোনামে নোবেল। 

প্রথমে সিনিয়র শিল্পীদের নিয়ে এবং পরে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ক'দ'র্য মন্তব্য করেছিলেন। যার জেরে তাঁর বিরু'দ্ধে ত্রিপুরায় এফআইআর দায়ের হয়। এমনকী ভারতে এলেই তাকে গ্রেপ্তারির পরোয়ানা জারি হয়। তবে এত সমালো'চনা-নি'ন্দার মাঝেই রবিবার জীবনের প্রথম মৌলিক গান 'তামাশা' লঞ্চ করেন বাংলাদেশি গায়ক। 

আদতে সেই নেগেটিভ পাবলিসিটিতে লাভ তো কিছুই হয়নি, বরং ফের নেটিজেনদের রো'ষানলে পড়তে হয়েছে তাকে। ফলস্বরূপ, গান মুক্তি পাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই শ্রোতাদের নিন্দার ঝড় বয়ে গিয়েছে। তবে গানটিও যে শ্রুতিমধুর, তা মোটেই নয়! প্রসঙ্গত, এই গানের মিউজিক ভিডিওতে কিন্তু নোবেলের স্ত্রী মেহেরুবা সালসাবিলকেও দেখা গিয়েছে। নোবেল নিজেও ছিলেন। নব্যবিবাহিত স্বামী-স্ত্রীর ঘরকন্যার ঝলক ফুটে উঠেছে 'তামাশা'র মিউডিক ভিডিওতে। তবে এতকিছু মন ভোলাতে পারেনি দর্শকদের। 

দর্শকের পছন্দের চেয়ে অপছন্দই বেশি। মানুষ ২ মিনিট ৪৩ সেকেন্ড এই গানটি দেখতে সময় ব্যয় করছেন আবার গানর নিচে প্রতি'ক্রিয়া জানাচ্ছেন। এটি ১৪ ঘন্টায় ৫ লাখ ২২ হাজার ভিউ হয়েছে। পছন্দ করেছেন ২৩ হাজার, মানে গানটি লাইক করেছে ২৩ হাজার মানুষ এবং গানটি অপছন্দ করেছেন মানে ডিসলাইক দিয়েছে ১ লাখ ৫৭ হাজার মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে