বিনোদন ডেস্ক : প্রয়াত ভারতের দক্ষিণে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজা। রবিবার কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯। শনিবার শ্বা'সক'ষ্ট এবং বুকে ব্যথা নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রবিবার দুপুরে চিকিৎসায় সাড়া দেওয়া ব'ন্ধ হয়ে যায় তার। এর পরেই মৃত্যু।
সরকারি নির্দে'শিতা অনুসারে তার সোয়াব পরীক্ষাও করা হয়েছিল। করোনা ভাইরাসের আ'ক্র'মণ শরীরে হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি। তবে চিকিৎসকেরা তাকে বাঁচানোর বহু চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তা কাজে এল না শেষ পর্যন্ত। কন্নড় অভিনেতা অর্জুন সারজার নিকট আত্মীয় ছিলেন চিরঞ্জীবী। তার ভাইয়ের নাম ধ্রুব সারজা। প্রবীণ অভিনেতা শক্তি প্রসাদের নাতি ছিলেন তিনি।
বেঙ্গালুরুর বলডউইন স্কুলেই পড়াশোনা করেছিলেন চিরঞ্জীবী। পরে বিজয়া কলেজে পড়াশোনা করেন। অর্জুন সারজার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রায় ৪ বছর পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ২০০৯ সালে 'বায়ুপুত্র' ছবি দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি।
এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। চিরু, সিঙ্গরা, আম্মা আই লাভ ইউ, আটাগারা-র মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। তার রাজা মারঠান্ডা-র কাজ বাকি থাকতেই চলে গেলেন তিনি। তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০১৮ সালে জনপ্রিয় অভিনেত্রী মেঘনা রাজকে বিয়ে করেন। কন্নড় ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর মৃ'ত্যুতে শো'কপ্রকাশ করেছেন সহকর্মীরা।