মঙ্গলবার, ০৯ জুন, ২০২০, ০৪:৩৫:৩৪

দিশাহীন অন্তঃসত্ত্বা স্ত্রী, প্রথম সন্তানের মুখ দেখার আগেই জনপ্রিয় অভিনেতার মৃত্যু

দিশাহীন অন্তঃসত্ত্বা স্ত্রী, প্রথম সন্তানের মুখ দেখার আগেই জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : বয়স মাত্র ৩৮। হঠাত্‍ই হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হয়ে গত রবিবার মা'রা গেছেন দক্ষিণ ভারতের কন্নড় ছবির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিবী সরজা। দক্ষিণী ছবির এই সুপারস্টারের অকাল প্রয়া'ণে শো'কের ছায়া নেমে এসেছে গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। হৃদরো'গে আ'ক্রা'ন্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। বহু ছবিতেই নিজের অভিনয় প্রতিভা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা।

সম্প্রতি সূত্র থেকে জানা গেছে, প্রয়াত অভিনেতা চিরঞ্জিবীর স্ত্রী মেঘনা রাজ খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন। আর কয়েকদিনের মধ্যে তারা ফ্যানেদের সঙ্গে এই খবর শেয়ার করে নিতেন। কিন্তু তা আর হল না। প্রথম সন্তান পৃথিবীতে আসার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মাত্র দুবছর আগেই মেঘনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবী।

সূত্র থেকে আরও জানা গেছে অভিনেতার স্ত্রী মেঘনা তিন মাসের অন্তঃসত্ত্বা। এহেন পরি'স্থিতিতে স্বামীর আ'ক'ষ্মিক মৃত্যুর খবরে ভীষণ ভাবে ভে'ঙে পড়েছেন মেঘনা। রবিবার স্বামীর শে'ষকৃত্যের সময় কা'ন্নায় ভেঙে পড়তে দেখা গেছে মেঘনাকে। চিরঞ্জিবী শেষকৃত্যের সময় দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকাকে দেখা গেছে। গতকাল বেঙ্গালুরু বাগানবাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। চিরঞ্জিবীর শেষ ছবি 'রাজা মার্থান্ডা'র শ্যুটিং না করেই চলে গেলেন অভিনেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে