বিনোদন ডেস্ক : আবার মৃত্যু বলিউডে। এবার ১৪ তলা থেকে ঝাঁ'প দিয়ে আত্মহ'ত্যা করলেন সুশান্ত সিং রাজপুত এবং বরুণ শর্মার ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বাইয়ের মালাডের এক বহুতলের ১৪ তলা থেকে ঝাঁ'প দেন দিশা। প্রেমিক রোহন রাই এবং বন্ধুদের সঙ্গে ডিনারের পর আচ'মকাই বড় কাচের জানলার কাছে চলে যান দিশা। কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে ঝাঁ'প দিয়ে আত্মহ'ত্যা করেন তিনি।
তবে কী কারণে আত্মহ'ত্যা করলেন সেলিব্রিটি ম্যানেজার, তা নিয়ে দ্বি'ধায় পুলিশ। তদ'ন্ত শুরু করা হয়েছে। শি'গগিরই দিশার বন্ধু রোহন রাইকে পুলিশ জি'জ্ঞা'সাবাদ করবে বলে খবর। তবে লকডাউনের সময় থেকে ক্র'মশ উতলা হয়ে উঠেছিলেন দিশা। মাঝে মধ্যেই অন্য রকমের ব্যবহার করতেন তিনি। কী কারণে তার ব্যবহারে আচ'মকা পরিবর্তন আসে, তা নিয়েও পুলিশ খোঁ'জ শুরু করেছে।
সম্প্রতি ক্রা'ইম পেট্রল অভিনেত্রী প্রেক্ষা মেহতা, আদালত-এর অভিনেতা মনমীত গ্রেওয়ালের আত্মহ'ত্যার খবর গোটা টেলি দুনিয়ার কপালে ভাঁ'জ ফেলে দেয়। মাত্র ২৫ বছর বয়সে প্রেক্ষা কেন আ'ত্মহ'ত্যার পথ বেছে নিলেন, তা নিয়েও রয়েছে বহু প্রশ্ন।