বুধবার, ১০ জুন, ২০২০, ০৬:৪৯:৫২

ম'দ কিনতে প্লাস্টিকের ড্রাম নিয়ে বের হলেন শক্তি কাপুর

ম'দ কিনতে প্লাস্টিকের ড্রাম নিয়ে বের হলেন শক্তি কাপুর

বিনোদন ডেস্ক : করোনা সং'ক্র'মণের জে'রে গোটা ভারতে কার্যত ঘরব'ন্দি হয়ে পড়েন মানুষ। বর্তমানে দেশের কিছু কিছু অংশে যখন লকডাউন শিথিল করা হচ্ছে, সেই সময় শক্তি কাপুর যা করলেন, দেখলে অবাক হয়ে যাবেন। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন বলিউড অভিনেতা শক্তি কাপুর।

যেখানে ড্রাম নিয়ে হন হন করে সোসাইটি থেকে হেঁটে বেরিয়ে যেতে দেখ যায় শক্তি কাপুরকে। প্লাস্টিকের ড্রাম নিয়ে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করা হলে শক্তি কি বলেন জানেন! শক্তি স্পষ্ট উত্তর দেন, তিনি পানীয়ের (ম'দ) খোঁ'জে বেরিয়েছেন। ড্রামে পানীয় ভর্তি করে নিয়ে তবেই তিনি বাড়িতে ফিরবেন বলে জানান। শ্রদ্ধা কাপুরের বাবার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাই'রাল হয়ে যায়। যদিও গোটা ভিডিয়োই স্যুট করা হয় মজার ছলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে