বিনোদন ডেস্ক : ভে'ঙে পড়লেন সুশান্ত সিং রাজপুত। এই খবর কোনওভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আ'ত্মার শান্তি কামনা করেন সুশান্ত। পাশাপাশি দিশার পরিবারের মানুষ যাতে এই সময় মনের জো'র পান, সে বিষয়েও আশা প্রকাশ করেন 'কেদারনাথ' অভিনেতা।
সোমবার মুম্বাইতে আত্মহ'ত্যা করেন সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ান। সুশান্ত সিং রাজপুত এবং বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃ'ত্যুর খবরে শো'কস্ত'ব্ধ হয়ে পড়েন সেলেবরা। দিশা কেন আত্মহ'ত্যা করলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। শুধু তাই নয়, দিশার মতো একজন সদা হাসি মুখের মানুষ কেন আত্মহ'ত্যা করলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সোমবার মুম্বাইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁ'প দেন দিশা সালিয়ান। প্রেমিক রোহন রাই এবং বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারার পর আচ'মকাই জানলার কাছে চলে যান দিশা। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই জানলা দিয়ে ঝাঁ'প দেন দিশা। দিশার মৃত্যুর পর পুলিশ তদ'ন্ত শুরু করেছে। পাশাপাশি দিশার বন্ধু রোহন রাইয়ের বয়ান রেকর্ড করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে সুশান্ত সিং রাজপুতের পাশপাশি অভিনেতা বরুণ শর্মারও এক সময়ের ম্যানেজার ছিলেন দিশা সালিয়ান। ফলে দিশার মৃ'ত্যুতে শো'ক প্রকাশ করেন 'ফুকরে' অভিনেতাও। তিনি বলেন, ''আমি বাকরু'দ্ধ।'' দিশার মতো একজন হাসি মুখের মানুষ কীভাবে এইধরনের সিদ্ধান্ত নিলেন, তা ভেবেই অবা'ক হয়ে যাচ্ছেন। দিশার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। দিশাকে তিনি মিস করবেন বলেও শো'ক বার্তা প্রকাশ করেন বরুণ শর্মা।