রবিবার, ১৪ জুন, ২০২০, ০৫:২৮:৩৫

সুশান্তের মৃত্যুর খবরটা পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি : অক্ষয় কুমার

সুশান্তের মৃত্যুর খবরটা পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি : অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : ''সত্যি বলছি, এই খবরটা পেয়ে আমি প্র'চ'ণ্ড শ'কড্ এবং বা'করু'দ্ধ হয়ে পড়েছি! মনে পড়ছে ওর অভিনীত 'ছিছোড়ে' ছবিটি দেখে আমি এর প্রযোজক ও আমার বন্ধু সাজিদকে বলেছিলাম, মুভিটা খুব উপভোগ করেছি এবং আমি যেন এর একটি অংশ হয়ে গেছি। ওর মতো একজন মেধাবী অভিনেতা....... সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শো'ক সইবার শক্তি দিন...।''

এভাবেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ'ত্যুতে শো'ক প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। মতো। 'ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' সিনেমার মূল চরিত্রে অভিনয় করে সুনাম কুড়ানো সুশান্ত সিং রাজপুত আত্মহ'ত্যা করেছেন! আজ মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তার ঝু'লন্ত ম'রদেহ উ'দ্ধা'র করেছে পুলিশ। রবিবারের দুপুরে খবরটা এলো বড় এক ধা'ক্কার মতো। সবারই প্রশ্ন, কেন এমন করলেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা?

সুশান্তকে হা'রানোর শো'ক বিনোদন জগত থেকে ছড়িয়ে পড়েছে ক্রীড়াজগতেও। ধোনির চরিত্রে অভিনয় করে সুশান্ত যেন ক্রীড়া জগতের একজন হয়ে গেছেন। ইতোমধ্যেই সোশ্যাল সাইটে আ'গুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। সবাই শো'ক প্রকাশ করছেন। সোশ্যাল সাইট জুড়েই শুধু সুশান্ত সিং রাজপুত। হয়তো একদিন তার আ'ত্মহ'ত্যার কারণ জানা যাবে, হয়তো কোনোদিন জানা যাবে না। তবে একজন মেধাবী অভিনেতাকে হা'রানোর কষ্ট কি আর কমবে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে