রবিবার, ১৪ জুন, ২০২০, ০৮:৪৬:০৫

''আত্মহ'ত্যা নয়, সুশান্ত সিং রাজপুতকে হ'ত্যা করা হয়েছে''

''আত্মহ'ত্যা নয়, সুশান্ত সিং রাজপুতকে হ'ত্যা করা হয়েছে''

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বা'করু'দ্ধ গোটা ভারত। প্রাথমিকভাবে আত্মহ'ত্যা বলে অনুমান করা হলেও, অভিনেতাকে হ'ত্যা করা হয়েছে বলে দাবি সুশান্তের এক আত্মীয়ের। ভারতের বিহারের পূর্ণিয়ার বাসিন্দা তিনি। সেখানে তার এক আত্মীয় দাবি করেছেন যে সুশান্তকে হ'ত্যা করা হয়েছে। 

সিবিআই তদ'ন্তের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশ প্রাথমিক তদ'ন্তে অবশ্য আত্মহ'ত্যা বলেও অনুমান করেছে। তবে তার আত্মীয় আরসি সিং বলেন, সুশান্ত খুবই সা'হসী ছেলে। ও কখনই আত্মহ'ত্যা করতে পারে না। তাকে হ'ত্যা করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, কয়েকদিন আগেই তার প্রাক্তন ম্যানেজার দিশা সাইলানের মৃত্যু হয়। তাকেও খু'ন করা হয়েছে বলে দাবি করেন সুশান্তের এই আত্মীয়।

ভারতের স্থানীয সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাত্‍ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার পরিচারিকা দরজা না খুলতে পারায় ভা'ঙার চেষ্টা করেন। ভা'ঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝু'লন্ত দেহ উ'দ্ধার করা হয়েছে। 

টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তার জনপ্রিয় সিরিয়াল ছিল 'পবিত্র রিস্তা।' অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। একাধিক বলিউডের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখ্য ছবিগুলো হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে