বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেন সুশান্ত আত্মহ'ত্যা করলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলিউডের একাংশের দিকে আঙুল তোলেন কঙ্গনা রানাউত। সুশান্তের মর্মা'ন্তিক পরি'ণতির জন্য বলিউডে কাদের দিকে আঙুল তোলেন কঙ্গনা, তা নিয়ে গু'ঞ্জন শুরু করে দিয়েছেন নে'টিজেনদের একাংশ।
কঙ্গনা যখন বলিউডের একাংশকে দা'য়ী করছেন সুশান্তের মৃত্যুর জন্য, সেই সময় রাবিনা ট্যান্ডনও বি'স্ফো'রক মন্তব্য করেন। তিনি সুশান্তের মৃত্যুর পরও বলিউডের 'গার্লস গ্যা'ঙ' কোনও মন্তব্য করছে না। এই 'গার্লস গ্যা'ঙ' কখনও নিজেদের ছবির জন্য তাদের বন্ধুদের নির্বা'চিত করে সেখান থেকে 'গড ফা'দার'-বি'হী'ন অভিনেতাদের বের করে দেয়। এমনকী, চা'মচাদের দিয়ে মিথ্যে গল্প তৈরি করে ক্যারিয়ারও ধ্বং'স করে দেওয়া হয় বলে অভিযো'গ করেন অভিনেত্রী।
ফলে কেউ লড়া'ই করতে পারেন আর কেউ পারেন না, হে'রে যান বলে মন্তব্য করেন রাবিনা। শুধু তাই নয়, ইচ্ছা করে অভিনেতাদের সিনেমা থেকে কোনও কোনও অভিনেতা, অভিনেত্রী বের করে দেন বলেও ক্ষো'ভ প্রকাশ করেন রাবিনা। পাশাপাশি বলিউডে বিভিন্ন ধ'রনের 'ক্যাম্প' রয়েছে। সেই 'ক্যাম্পে'-র সঙ্গে যুক্ত হলে তবেই কেউ ছবির প্রস্তাব পান বা রোজগার করতে পারেন বলেও বি'স্ফো'রক অ'ভিযো'গ করেন রাবিনা ট্যান্ডন।
তবে কার কার দিকে এই অভিযো'গের আঙুল তোলেন রাবিনা, সে বিষয়ে তিনি কোনও ম'ন্তব্য করেননি। তবে রাবিনার অভিযো'গ নিয়ে শুরু হয়েছে জো'র শো'রগো'ল। পাশপাশি বলিউডের কাউকে কাউকে 'চামচা' বলেও বি'স্ফো'রক অ'ভিযো'গ করেন রবিনা ট্যান্ডন। সূত্র : জিনিউজ।