মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১০:৪৯:৪৩

দীর্ঘদিন পর এই চাপা গোপন কষ্টের কথা ফাঁস করলেন অপু বিশ্বাস

দীর্ঘদিন পর এই চাপা গোপন কষ্টের কথা ফাঁস করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়কার সবচাইতে আলোচিত একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। ওপার বাংলায়ও রয়েছে তার দর্শকপ্রিয়তা। 

বাস্তব জীবনে তিনি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম ও বিবাহবন্ধনে আব'দ্ধ হয়েছিলেন। দীর্ঘ আট বছর পর তাদের দা'ম্পত্য জীবন ভে'ঙে যায়। তাদের আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান রয়েছে। সংসার টি'কিয়ে রাখতে আপ্রা'ণ চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তখন চলচ্চিত্রের এক লিজেন্ডের দ্বা'র'স্থ হয়েছিলেন। কিন্তু সেখান থেকে বুকভরা কষ্ট নিয়ে ফিরেছিলেন অপু। দীর্ঘদিন পর এই চাপা কষ্ট গতকাল (১৫ জুন) তার ফেসবুকে শেয়ার করেছেন।

অপু বিশ্বাস লিখেন, ‌২০১৭ সালে সন্তানকে নিয়ে যখন বিপা'কে পড়ি, তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে। দুই ঘন্টা বসিয়ে রেখে বললো উনি বাসায় নেই। কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পারলাম লিজেন্ড হাসিমুখে বলেছে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে ও গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিলো আমার কাছে তার পরিবারের মুখে হাসি ফো'টাতে কিন্তু আমি তাকে ঢু'কতে দেইনি। এটাকেই কী লিজেন্ড বলে? শুভ হোক এই দিনটি আপনার জীবনে!’

অপুর দেওয়া স্ট্যা'টাসে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তার স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে সমালো'চনা। ম'ন্তব্য করেছেন চলচ্চিত্রাঙ্গনের অনেকে। এর মধ্যে সিনে সাংবাদিক রয়েছে বেশ কয়েকজন। এছাড়া অপু ভক্তরা নি'ন্দা জানিয়েছেন সেই লিজেন্ডকে।

সাংবাদিক শফিক আল মামুন লিখেছেন—তাহলে মুখোশের আড়ালে এরাই সত্যিকারের লিজেন্ড? সেলুকাস…।

সাংবাদিক রাশেদ আনিস লিখেন—বুঝতে পারছি, সেই সময়টাতে আপনার নিজেকে কতটা অসহা'য় লাগছিল। বাসায় নেই শুনে তখন হয়তো মনকে সা'ন্ত্বনা দিয়েছিলেন। কিন্তু পরে যখন শুনলেন তখন হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে