বিনোদন ডেস্ক : ২০১৩-র পর ২০২০। জিয়া খান আর সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের একই সমাপতন। ঘটনায় সামান্য হেরফের রয়েছে। কিন্তু অভি'যোগ এক, মানসিক চা'প, স্বজনপোষণ এবং কো'ণঠাসা করে আ'ত্মহ'ননের পথে ঠে'লে দেওয়া। সুশান্তের শো'কসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে মেয়ে হারানোর সেই স্মৃতি ফের সামনে আনলেন জিয়া খানের মা রাবিয়া আমিন।
২০১৩-য় জিয়া খানের আত্মহ'ত্যা আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলিকে কা'ঠগড়ায় দাঁড় করিয়েছিল। সেই সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দা'বি করা হয়েছিল, সূরজের সন্তান এসেছিল জিয়ার গর্ভে। তাই নিয়ে নিত্য অশান্তি। সূরজ ক্রমাগত গ'র্ভপাতের জন্য চাপ দিতেন জিয়াকে। যা অভিনেত্রীর না পসন্দ্ ছিল। এ ছাড়াও, ফি-দিন মা'রধ'র, অ'ত্যাচার, অক'থ্য গা'লিগা'লাজ তো ছিলই। এমনও রটেছিল, অপটু ধাত্রী দিয়ে নাকি জোর করে গ'র্ভপা'ত করিয়ে ভ্রূণ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিলেন সূরজ। যার থেকে তী'ব্র র'ক্তক্ষ'রণ হয়েছিল জিয়ার। শেষে বন্ধ ঘরে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী।
'নিঃশ'ব্দ' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে ভেজা চু'মুর দৃশ্যে সাহসী অভিনয় করে বলিউডে সাড়া ফেলেছিল যে মেয়ে সে যে তিলে তিলে এভাবে নিঃশেষ হচ্ছিল ভেতরে ভেতরে, মৃ'ত্যুর আগের মুহূ'র্ত পর্যন্ত জানত না কেউ!
সুশান্তের কথা বলতে গিয়ে মেয়ে হারানোর শো'কে নতুন করে উথালপাথাল রাবিয়া এক ভি'ডিয়ো বার্তায় বলেন, ‘‘এ শো'ক যাওয়ার নয়। এ অভাব মেটার নয়। আমি ভুক্তভো'গী। তাই সুশান্তের পরিবারের সবার মনে কী ঝড় চলছে বুঝতে পারছি। কী ভাষায় সমবেদনা জানাবো, বুঝতে পারছি না।‘’
তারপরেই তিনি অভি'যোগের আঙুল তোলেন সালমান খান এবং তাঁর পরিবারের দিকে। নি'র্দ্বিধায় বলেন, ‘‘লন্ডন সিবিআই ডেকে পাঠিয়ে বলেছিল, শিগগিরি আসুন। বিশাল বড় সূত্র মিলেছে। খবর পেয়ে ছুটে যেতেই গোয়েন্দা সংস্থার গলায় ভিন্ন সুর। সালমান খান চাপ দিচ্ছেন তদ'ন্ত বন্ধের,জানিয়েছেন, তাঁর ‘সাথিয়া’ ছবির নায়ক সূরজ। ছবির পেছনে প্রচুর টাকা ঢেলেছেন। এখন এসব হলে তিনি লোকসানের মুখে পড়বেন। তারা যেন তদ'ন্ত গু'টিয়ে নেয়। দরকারে যা লাগবে তিনি দেবেন!’’
রাবিয়ার এই মন্তব্য ফের ঘি ঢালল সুশান্তের অপমৃ'ত্যুর আ'গুনে। ইতিমধ্যেই ‘খান’দানের বিরু'দ্ধে অভি'যোগ জানিয়েছেন পরিচালক অভিনব কাশ্যপ।
সুশান্তের জীবনে হয়ত কালো ছা'য়া ফেলেননি সালমান ব্রাদার্স। কিন্তু স্বজনপোষণের ফলে কোণঠা'সা হয়ে পড়েছিলেন তিনিও, বলিউডের বিভিন্ন তারকা মুখ খোলার পর এই যুক্তি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে কই? তাহলে সমীকরণ সুশান্ত সিংহ রাজপুত ইক্যুয়ালটু জিয়া খান হতে চলেছে? জিয়া খানের ঘর থেকে সুইসাইড নোট মিলেছিল। সুশান্তের তো সেটুকুও নেই!-আনন্দবাজার