শুক্রবার, ১৯ জুন, ২০২০, ১২:৩৬:০০

কাজের লোকদের সঙ্গে সুশান্তের শেষ কথায় পুলিশের কাছে মিলে গেল এক চাঞ্চ'ল্যকর তথ্য

কাজের লোকদের সঙ্গে সুশান্তের শেষ কথায় পুলিশের কাছে মিলে গেল এক চাঞ্চ'ল্যকর তথ্য

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত আত্মঘা'তী হয়েছেন এই রহ'স্য ক্রমশ ঘুরছে। রহস্য উ'দঘাটনে চলছে পুলিশি তদ'ন্ত। সেই জে'রেই পুলিশের হাতে এল এক চা'ঞ্চল্যকর তথ্য। জানা গেল, ঘটনার তিন দিন আগে বাড়ির সমস্ত কাজের লোকের বেতন মিটিয়ে দিয়েছিলেন সুশান্ত। বলেছিলেন, এটাই শেষবার। আর কখনো তাদের বেতন দেওয়া হবে না।

সুশান্ত সিং রাজপুতের সেই কথা এখন তা'ড়া করে বেড়াচ্ছে কাজের লোকদের। তাদের আ'ক্ষেপ, তখন যদি বুঝতে পারতেন সুশান্তের দিকে বাড়তি খেয়াল রাখতেন। তাকে এভাবে ম'রতে দিতেন না।

তারা ভেবেছিলেন, লকডাউনের মধ্যে কাজের টা'নাটা'নি। তাই হয়তো এমন কথা বলছেন অভিনেতা। তাই তখন তারা বলেছিলেন, দু'র্দিনে যেভাবে সুশান্ত তাদের পাশে দাঁ'ড়িয়েছিলেন, তাতে তাদের আর বেশি কিছু চাই না। কোনো মতে লকডাউনের সময়টা কা'টিয়ে দেবেন তারা। কিন্তু একবারের জন্যও বুঝতে পারেননি, ‘এই শেষবার’ মানে সত্যিই শেষবার। আর কোনোদিন সুশান্তের সঙ্গে দেখাও হবে না তাদের।

কাজের লোকদের এই জবানব'ন্দি নিশ্চিত করে সুশান্ত বেশ সময় নিয়েই আত্মহ'ত্যার দিকে এগিয়ে গেছেন। অভিনেতার আত্মহ'ত্যার পরদিনই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আশ্বাস দিয়েছিলেন যে সুশান্তের মৃ'ত্যু নিয়ে যথাযথ তদ'ন্ত হবে। প্রয়োজনে অভি'যোগের ভি'ত্তিতে খতিয়ে দেখা হবে যে, পেশাগত বিদ্বেষই অভি'নেতাকে এমন চ'রম সি'দ্ধান্ত নিতে বা'ধ্য করেছে কিনা!

এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্ত এখনও জা'রি। পুলিশি তদ'ন্তে এখনও কিছু প্র'মাণিত না হলেও অভিনেতার আত্মহ'ত্যার জন্য ইতিমধ্যেই বলিউডের ৪ তারকার বিরু'দ্ধে ‘নেপোটিজম’ কিংবা স্বজনপ্রীতির অভি'যোগ তুলে মামলা দায়ের হয়েছে মুজাফফরপুর আদালতে। ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকেও আইনি নোটিস পাঠাতে চলেছে মুম্বাই পুলিশ। তবে কোন কোন প্রযোজককে জিজ্ঞাসাবাদ করা হবে, তা এখনও জানানো হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে