বিনোদন ডেস্ক : লাইমলাইটে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন রাখি সাবন্ত। এর আগে বহুবার নিজের অ'দ্ভূ'ত ক'র্মকা'ণ্ডের জন্য খবরে এসেছেন বলিউডের 'ড্রামা কুইন'। কিন্তু এবার তিনি যা করলেন, তাতে তাকে নিয়ে হা'সাহা'সির বদলে বেশ ক্ষু'ব্ধ হয়েছেন নে'টজেনরা। কারণ রাখি এবার খবরে আসার জন্য টেনেছেন সুশান্ত সিং রাজপুতকে।
অভিনেতাকে নিয়ে রীতিমতো ক'দ'র্য মন্তব্য করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন রাখি সাবন্ত। সেখানে তিনি বলেছেন, রাতে তাঁর স্বপ্নে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত। রাখিকে তিনি বলেন, তিনি রাখির সন্তান হিসেবে জন্ম নেবেন। আর তারপর ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে বদ'লা নেবেন। ফিল্ম ইন্ডাস্ট্রি তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। সেগুলির বদ'লা নেবেন তিনি।
রাখি তার ভাল বন্ধু। তাই পরবর্তী জন্ম তার রাখির গর্ভ থেকেই হবে। তার মৃত্যুর পর ফ্যানরা ভে'ঙে পড়েছে। অনেক প্রোডিউসার তার জন্য ক্ষ'তির সম্মু'খীন হয়েছেন। রাখির মাধ্যমে তাদের ভে'ঙে না পড়ার বার্তা দিয়েছেন সুশান্ত। এমনই বক্তব্য 'ড্রামা কুইন'-এর। এমনকী তার দাবি, সুশান্ত নাকি ছবিতে রাখি সাওয়ন্তের আইটেম ডান্স রাখার দাবিও তুলেছেন। শুধু রাখি কেন? সানি লিওন আর রাখি দু'জনের আইটেম ডান্স থাকুক এমনই নাকি দাবি স্বপ্নে বলেছেন সুশান্ত।
রাখি আরও বলেছেন, তিনি ভোর চারটে নাগাদ এই স্বপ্ন দেখেছেন। ভোরের স্বপ্ন সত্যি হয়। তাই এই স্বপ্নও সত্যি হবে। রাখির গর্ভে একদিন নিশ্চয়ই জন্ম নেবেন সুশান্ত সিং রাজপুত। রাখির দাবি, তার মাধ্যমে সুশান্ত কঙ্গনাকেও ধন্যবাদ দিয়েছেন। কারণ তিনি সুশান্তের আ'ত্মহ'ত্যার পর ইন্ডাস্ট্রির বি'রু'দ্ধে আওয়াজ তুলেছিলেন। এছাড়া সুশান্ত নাকি এমনও বলছেন, তাঁর ছবি 'ছিছোঁড়ে'কে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত করুক ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। যদিও রাখির এইসব ভি'ত্তিহী'ন দাবি মানেনি কেউই। উলটে নেটিজেন ও সুশান্তের ফ্যানেরা তার তুলো'ধোনা করেছেন।