বুধবার, ২৪ জুন, ২০২০, ০৬:০৮:১৯

যে কারণে দাঈ জুনায়েদ জামশেদের বিমান দুর্ঘ'টনার শি'কার হয়েছিল

যে কারণে দাঈ জুনায়েদ জামশেদের বিমান দুর্ঘ'টনার শি'কার হয়েছিল

বিনোদন ডেস্ক : পাকিস্তানের চিত্রল থেকে ইসলামাবাদে যাওয়ার পথে বিশ্ব ন'ন্দি'ত সঙ্গীতশিল্পী ও দাঈ জুনায়েদ জামশেদের বিমান দু'র্ঘ'টনার কারণ জানা গেছে। সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ) ওই দু'র্ঘ'টনার তদ'ন্ত রিপো'র্ট প্রকাশ করেছে। বিমানের প্রাথমিক তদ'ন্ত প্রতিবেদনটি পাকিস্তান সরকারের কাছে জমা দিয়েছে সংস্থাটি।

প্রতিবে'দনে বলা হয়েছে, পিআইএ এটিআর বিমানটি ২০১৬ সালের ডিসেম্বরে চিত্রল থেকে ইসলামাবাদের উদ্দেশে উড়েছিল। হঠাৎ ইঞ্জিনের পাওয়ার টারবাইনের স্টেজ ওয়ান ব্লেড (পিটিআই) ভে'ঙে নির্ধা'রিত জায়গা থেকে সরে যায়। ফলে পাওয়ার টারবাইন খাদটি ঘুরে ওএসজি পিনটিও ন'ষ্ট করে দেয়।

তদ'ন্ত দলটি সন্দেহ করছে, দু'র্ঘ'টনার আগে চিত্রলা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বিদ্যুৎ টারবাইন স্টেজ ওয়ান ব্লেড এবং ওএসজি পিনটি ভে'ঙে গিয়েছিল ঠিক, তা সত্ত্বেও বিমানটি পরবর্তী ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে ওএসজি পিনের ধা'তব বিশ্লে'ষণে প্রকাশিত হয়েছে যে, এটি র'ক্ষণাবে'ক্ষণের সময়ই মূলত ভুল'ভাবে লাগানো হয়েছিল।

বিমানটির শেষ কাজ করা হয়েছিল কানাডায়। যেখানে কেবল ওএসজিই সংশো'ধন করা হয়নি পার্টের নম্বরটিও পরিবর্তন করা হয়েছিল। ওই দিন ফ্লাইট চলাকালীন বিকাল ৪.৫৫ মি. ৩১ সেকেন্ডে এই ত্রু'টিটি শুরু হয়। ইঞ্জিনের জ্বালানি দূ'ষণের কারণে ত্রু'টিটি আরও প্রক'টভাবে দেখা দেয়।

যা ভা'ঙা ওএসজি পিন এবং পাওয়ার টারবাইন স্টেজের সঙ্গে মিলিত একটি ফলক প্রপেলারের গতি কমিয়ে দেয় এবং প্রোপে'লারটি বৈদ্যুতিক নিয়'ন্ত্রণের কার্যক্ষ'মতা হা'রিয়ে ফেলে। ৪:১০ মিনিট ৩৪ সেকেন্ডে এক নম্বর ইঞ্জিন নি'ষ্ক্রিয় হয়ে যায় এবং ৪:১১ মিনিট ৫৩ সেকেন্ডে ওএসজিও অকেজো হয়ে পড়ে।

মূলত হ'তাহ'ত বিমানটির পাইলটরা একেবারে নতুন ধ'রনের একটি ত্রু'টি দেখতে পান। যা এটিআর বিমানগুলোতে এর আগে কখনও তারা দেখেননি। প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিন ডিজাইনের পরিবর্তনটি নির্মাতার ত্রু'টি ছিল। যিনি এটি ঠিক করার জন্য আরও ভালো ডিজাইনের প্রস্তাব করেছিলেন। কিন্তু পিআইএ সময় মতো বিমানের মেরামতের কাজ শেষ করতে পারেনি।

এ ছাড়া প্রক্রি'য়াটিও সঠিকভাবে পর্যবে'ক্ষণ করা হয়নি। প্রসঙ্গত, ৭ ডিসেম্বর ২০১৬ সালে পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুনায়েদ জামশেদ চিত্রল থেকে ইসলামাবাদে যাওয়ার পথে বিমান দু'র্ঘ'টনার শি'কার হন এবং তিনি ও তার পরিবারসহ মোট ৪৭ জন যাত্রী ওই দু'র্ঘ'টনায় মা'রা যান। সূত্র : জিয়ো নিউজ উর্দু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে