বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ০৪:৩৯:১৪

একমাসে সুশান্ত ঘনি'ষ্ঠ আরও তিনজনের আত্মহ'ত্যা, বেরিয়ে এলো চা'ঞ্চল্যকর তথ্য

একমাসে সুশান্ত ঘনি'ষ্ঠ আরও তিনজনের আত্মহ'ত্যা, বেরিয়ে এলো চা'ঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক : সবাই যখন সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর কারণ নিয়ে দিশে'হারা তখনই চা'ঞ্চল্যকর তথ্য উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বিজেপি নেতা ও বাঙালি চলচ্চিত্র তারকা রূপা গাঙ্গুলি। এক সিরিজ টুইটে তিনি জানান, ১৫ মে থেকে ১৪ জুন, এই এক মাসের মধ্যে প্রয়াত অভিনেতার ঘনি'ষ্ঠ তিনজন আত্মহ'ত্যা করেন। 

চতুর্থ জন সুশান্ত নিজে। রূপার টুইট বলছে, সুশান্তের তিন ঘনি'ষ্ঠ মনমীত গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান আচ'মকাই নিজেদের শেষ করে দিয়েছেন সুশান্তের মতো করে। তালিকার শেষ জন দিশা সুশান্তের সাবেক ম্যানেজার। যিনি ৯ জুন ১৪ তলা বিল্ডিং থেকে ঝাঁ'প দিয়ে আত্মহ'ত্যা করেন। তার আগে যথাক্রমে ১৫ এবং ২৬ মে গলায় ফাঁ'স দেন মনমীত, প্রেক্ষা। কী কারণে একই পথের পথিক চারজন?

তাদের মৃত্যুর মধ্যে কি কোনও যো'গসূত্র লুকিয়ে আছে? জানে না কেউ। সম্ভবত মাথাতেও আসেনি প্রশাসনের। রূপার তাই দাবি, এই রহ'স্য সমাধান একমাত্র করতে পারে সিবিআই। তিনি বিশ্বাস করেন না, নি'ছ'ক অব'সাদে ডুবে নিজেকে এভাবে শেষ করে দিলেন 'রাবতা' স্টার। প্রসঙ্গত, ব্যক্তিগত সম'স্যার কারণে এর আগে একাধিকবার আত্মহ'ত্যার চেষ্টা করেছিলেন 'মহাভারত' খ্যাত 'দ্রৌপদী'ও। রূপার এই টুইট ভাল সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে