সোমবার, ২৯ জুন, ২০২০, ১০:৩৪:৩০

সুশান্তকে শ্রদ্ধা জানাতে করোনায় দুর্গ'ত ৪০০০ পরিবারকে অন্নদান, অনন্য সি‌দ্ধান্ত অভিনেত্রী ভূমির

সুশান্তকে শ্রদ্ধা জানাতে করোনায় দুর্গ'ত ৪০০০ পরিবারকে অন্নদান, অনন্য সি‌দ্ধান্ত অভিনেত্রী ভূমির

বিনোদন ডেস্ক : এখনও শো'ক কাটেনি। সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শো'কস্ত'ব্ধ গোটা বিনোদন জগত। নানা ভাবে শো'ক প্রকাশ ও স্মৃতি তর্পণ করছেন সতীর্থরা। ইতিমধ্যেই সুশান্তকে শ্রদ্ধা জানাতে করোনা ভাইরাস জনিত কারনে সং'ক'টে পড়া ৩,৪৫০ দু'র্গ'ত পরিবারকে অন্নদানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিষেক কাপ‌ুর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর। 

এবার অভিষেক-প্রজ্ঞার সংস্থার মাধ্যেই সুশান্তের স্মৃতিতে দু'র্গ'তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। তিনি বলেছেন, আরও ৫৫০ পরিবারকে অন্নদান করতে চান। সুশান্তর সঙ্গে অভিষেক কাপুরের সম্পর্ক দীর্ঘ সময়ের। তারই সিনেমা 'কাই পো চে'র মাধ্যমে ২০১৩ সালে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত। ২০১৮ সালে 'কেদারনাথ' ছবিতেও তারা একসঙ্গে কাজ করেন। 

অভিষেক ও প্রজ্ঞার সংগঠন 'এক সাথ'-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানানো হয়েছে ভূমির অঙ্গিকারের কথা। তাতে লেখা হয়েছে, আমাদের উদ্যোগে নতুন এক মোড়, আরও ৫৫০ পরিবারকে সহায়তা পৌঁছনোর সুযোগ এনে দিলেন ভূমি পেডনেকর। আমরা তার কাছে কৃতজ্ঞ। এত সুন্দর উপায়ে তিনি সুশান্ত স্মরণ করতে তাওয়ার জন্য ধন্যবাদ ভূমিকে।

ভূমি নিজেও তার ইনস্টাগ্রামে এই বার্তা রিপোস্ট করেছেন। সেই পোস্ট প্রজ্ঞাও পোস্ট তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ভূমিকে ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টে ভূমির একটি বিশেষ বার্তাও রয়েছে। অভিনেত্রী লিখেছেন, আমি 'এক সাথ' ফাউন্ডেশনের মাধ্যমে আমার প্রিয় বন্ধু সুশান্তের স্মরণে ৫৫০টি দু'র্গ'ত পরিবারকে অন্নদানের অঙ্গীকার করছি। আ'র্ত মানুষের প্রয়োজনে আরও বেশি বেশি করে ভালবাসার আর্জিও জানিয়েছেন ভূমি।

এই সুযোগে সুশান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভূমি। অভিষেক চৌবের 'সোনচিড়িয়া' সিনেমায় সুশান্ত ও ভূমি একসঙ্গে কাজ করেছেন। সেই সময়ে চম্বলে শ্যুটিংয়ের কথা লিখেছেন। জানিয়েছেন, তারা দু'জন কীভাবে ঘনি'ষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। নিজের নোটবুকের একটি ছবিও শে'য়ার করেছেন ভূমি। জানিয়েছে, সুশান্তের সঙ্গে তিনি যা যা আলোচনা করতেন তার সব ওই নোটবুকে লিখে রাখতেন ভূমি। সুশান্তর স্মরণে একটি কবিতাও লিখেছিলেন তিনি। সেটিও পোস্ট করেছেন অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে