রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০৫:৪৬:০৪

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা স'ঙ্ক'টাপন্ন

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা স'ঙ্ক'টাপন্ন

বিনোদন ডেস্ক : সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন মাত্র ক'দিন আগে। ক্যান্সারের সাথে ল'ড়া'ই করে সুস্থ হয়ে দেশে ফেরার পরেও যেন পুরোপুরিও সুস্থ হতে পারেননি। তার অবস্থা এখন স'ঙ্ক'টাপন্ন। দিন দিন তার অবস্থার অব'নতি হচ্ছে, দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। বিষয়টি নি'শ্চিত করেছেন এন্ড্রু কিশোরের খালাতো ভাই রেমন্ড তপু।

রেমন্ড তপু বলেন, 'দাদা (এন্ড্রু কিশোর) দু'দিন ধ'রে কথা বলতে পারছেন না। আমার সাথে পরশুদিনও কথা হলো। অনেক শ'ক্তভাবেই কথা বললেন। প্রা'ঞ্জলও মনে হচ্ছিল দাদাকে। কিন্তু কাল থেকে দাদা কথা বলতে পারছেন না। এন্ড্রু কিশোর দাদা রাজশাহীতেই তার বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় রয়েছেন। বাসার নিচেই দিদির ক্লিনিক রয়েছে। সেখান থেকে চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে।'

শরীরে নানা ধ'রনের জ'টিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যান'সার ধ'রা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। এই কয়েক মাস ধ'রে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে