সোমবার, ০৬ জুলাই, ২০২০, ০৪:২২:৫৯

জীবন-মৃত্যুর স'ন্ধিক্ষণে এন্ড্রু কিশোর, গু'জব ছড়াবেন না

জীবন-মৃত্যুর স'ন্ধিক্ষণে এন্ড্রু কিশোর, গু'জব ছড়াবেন না

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর জীবন-মৃত্যুর স'ন্ধিক্ষ'ণে। তার শারীরিক অবস্থার অব'নতি হয়েছে। তিনি এখন রাজশাহীতে বোনের ক্লিনিকে চিকিৎসাধীন। সংগীতশিল্পীর শারীরিক অবস্থা আ'শ'ঙ্কাজনক।

এন্ড্রু কিশোরের ভগ্নিপতি ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস সোমবার গণমাধ্যমকে বলেন, দাদার অবস্থা ক্রি'টি'ক্যাল। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে আমাদের বাসা ও ক্লিনিক একসঙ্গে। তাই এখানেই অক্সিজেন দিয়ে রেখেছি। এখন কথা বলার মতো অবস্থায় আমরা নেই।

এন্ড্রু কিশোরকে নিয়ে কোনো ধ'রনের গু'জব না ছড়াতে অনুরোধ করেন বিপুল। তিনি বলেন, ভালো-মন্দ যাই ঘ'টুক, আমরাই জানাব। আমরা মান'সিকভাবে এমনিতে ভালো নেই, কোনো গু'জব ছড়াবেন না প্লিজ।

এদিকে শিল্পীর অস্ট্রেলিয়ায় থাকা দুই ছেলেমেয়ে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। করোনা পরি'স্থিতির কারণে বিশেষ ফ্লাইটের টিকিট পাওয়াটাও বেশ ক'ষ্টসা'ধ্য। সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এন্ড্র কিশোরের দুই সন্তান। টিকিট পাওয়ামাত্রই তারা দেশে ফিরবেন।

এদিকে এন্ড্রু কিশোরের মৃত্যু নিয়ে অনেকে গু'জব ছড়িয়ে দিয়েছে ফেসবুকে। এ নিয়ে বি'ব্র'তকর অবস্থায় পড়েছে তার পরিবার। তার স্ত্রী লিপিকা এন্ড্রু জানান, শিল্পীর শারীরিক অবস্থা আ'শ'ঙ্কাজনক। মৃত্যুর আগে কিংবদন্তিকে মৃ'ত ঘোষণা না করতে অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে